আপনজন ডেস্ক: মধ্যপ্রদেশ রাজ্যের রাজধানী ভোপালে ২০২৩ সালের বিশ্ব তবলিগি জামাতের তারিখ ঘোষণা করা হয়েছে। এবার ভোপালের এইনখেড়ি গ্রামে ৮, ৯, ১০ ও ১১ ডিসেম্বর তবলিগি জামাতের চার দিনব্যাপী বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে। চার দিনের এই বিশ্ব ইজতেমায় ভারত-বিদেশের আলেমরা দ্বীন ইসলামের উপর বক্তব্য রাখবেন। ধর্মীয় নেতারা বক্তৃতার মাধ্যমে মানুষকে ধর্মীয় জীবনযাপনের আহ্বান জানাবেন। প্রতিবারের মতো এবারও বিশ্ব তবলিগী সমাবেশে অংশ নিতে শুধু দেশ থেকে নয়, বিদেশ থেকেও মানুষ আসবেন। বিধানসভা নির্বাচনের কারণে কার্যকর আচরণবিধির পরিপ্রেক্ষিতে নির্বাচনী প্রক্রিয়ায় যাতে কোনো বিঘ্ন না ঘটে সেজন্য প্রায় এক মাস পর অনুষ্ঠানের তারিখ নির্ধারণ করেছে বিশ্ব তবলিগি জামাতের যৌথ ব্যবস্থা কমিটি। তবলিগি জামাতের বিশ্ব ইজতেমা কমিটি সূত্রে জানা গেছে, এ বছর ১০ থেকে ১৫ লাখ মুসল্লির সমাগম হবে বলে তাদের আশা। ভারতের বিভিন্ন রাজ্যের সঙ্গে ও দেশের বাইরের গবলিগি জামাত কর্মীরা এতে অংশ নেবেন। তবে প্রতি বছরের মতো এ বছরও দিল্লির নিজামুদ্দিন মার্কাজ থেকে বিশ্ব ইজতেমার তারিখ নির্ধারণ করা হয়েছে। ৮ ডিসেম্বর জুমার নামাজের মধ্য দিয়ে এ মাহফিল শুরু হবে। ১১ ডিসেম্বর বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমা শেষ হবে। এই চারদিনে ১০ লাখেরও বেশি লোকের সমাগম হওয়অর সম্ভাবনা। এইনখেড়ির ঘাসিপোরা এলাকায় অবস্থিত মার্কাজে শিগগিরই প্রস্তুতি শুরু করা হবে। উল্লেখ্য, করোনার কারণে ২০২০ ও ২০২১ সালে বিশ্ব তবলিগি ইজতেমা অনুষ্ঠিত হতে পারেনি। তবে এবার বিদেশিরা বিশ্ব ইজতেমায় অংশ নিতে পারলেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে পাকিস্তানের উপর।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct