সারিউল ইসলাম, লালবাগ, আপনজন: ছাত্রীকে কু-কথা বলায় প্রধান শিক্ষককে ঘরবন্দী করে বিক্ষোভ দেখালো বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও অভিভাবকেরা। ঘটনায় উত্তেজনা ছড়ায় রানিতলা থানার নসিপুর হাই স্কুলে। অভিযোগ, ওই স্কুলের এক ছাত্রী দেশীয় স্তরের খোখো প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য প্রধান শিক্ষকের ঘরে যায় সই করাতে। তখনই প্রধান শিক্ষকের পাশ থেকে স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য মোহাম্মদ নাজিমুদ্দিন ওই ছাত্রীকে একটি কুরুচিকর মন্তব্য করেন। তারপরেই স্কুলের সমস্ত ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবকরা এসে বিক্ষোভ দেখাতে থাকে। প্রধান শিক্ষককে ঘরবন্দী করে বাইরে তালা ঝুলিয়ে দেওয়া হয়। ঘটনাস্থলে রানিতলা থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে নসিপুর হাই স্কুলে অভিযোগকারী ছাত্রী কামরুন্নেসা খাতুন বলেন, প্রধান শিক্ষকের কাছে সই করাতে গিয়েছিলাম, আমার সঙ্গে কথা বলছিলেন প্রধান শিক্ষক, সে সময় পাশ থেকে ওই ব্যক্তি আপত্তিকর একটি কথা বলেন আমাকে।’
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct