মনজুর আলম, মগরাহাট, আপনজন: দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে রাস্তা। সমস্যায় মুমূর্ষ রোগী থেকে শুরু করে ছাত্রছাত্রীরা। বড় বড় গর্তে জলে ভর্তি বেশ কয়েকবার দুর্ঘটনার কবলে পড়েছে টোটো ও অটো। কয়েকবার দুর্ঘটনায় মৃত্যু পর্যন্ত হয়েছে এই রাস্তায়। দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট দু নম্বর ব্লকের যুগদিয়া গ্রাম পঞ্চায়েতের বাংলার মোড়-মগরাহাট রোডের কুনিরপাড় এলাকায়। গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘ কয়েক বছর রাস্তার অবস্থা বেহাল, যাতায়াতে অসুবিধা গ্রামবাসী থেকে শুরু করে স্কুল ছাত্র ছাত্রীদের তিন-চারটে হাইস্কুল থাকায় রোজ পারাপার করতে হয় ছাত্রছাত্রীদের। প্রশাসনকে জানানো সত্ত্বেও কোনরকম সুরাহা মেলেন। এ বিষয়ে মগরাহাট দুই নম্বর ব্লক উন্নয়ন আধিকারিক শেখ আব্দুল্লাহ বলেন, ওই রাস্তাটা পিডব্লিউডির দায়িত্বে মগরাহাটে আর ও কয়েকটি জায়গায় রাস্তা খারাপ দ্রুত সারানোর ব্যবস্থা করব আমরা। আজ গ্রামবাসীদের নিজ উদ্যোগে রাস্তা মেরামতির কাজ চলছে। মগরাহাটের এই রাস্তা দিয়ে বারুইপুর হয়ে কলকাতা যাওয়ার একমাত্র রাস্তা। অন্যদিকে বাংলার মোড় হয়ে দক্ষিণ বারাসাত এর উপর দিয়ে জয়নগর নামখানায় যাওয়ার একমাত্র রাস্তা এটি।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct