মোহাম্মাদ সানাউল্লা, লোহাপুর, আপনজন: গ্রামের চারিদিকে জল থৈ থৈ অবস্থা। অথচ খাবার জল নেই। এমনই দুরবস্থা নলহাটি ২ নম্বর ব্লকের শীতলগ্রামের বলরামপুর গ্রামে। সেই গ্রামের লোক জন ঘর বাঁচাবে না তেষ্টা মেটাবে। সেই চিন্তায় দিন কাটছে গ্রামবাসীদের। গ্রামে ৬০ টি পরিবারের বসবাস। তাদের জন্য গ্রামে কেবল মাত্র দু’টি টিউবওয়েল। তাও আবার গত দশ বছর ধরে অকেজো হয়ে পড়ে আছে। এমনই অভিযোগ গ্রামবাসীদের। তাদের তেষ্টা মেটানোর জন্য জল আনতে ১০ মিনিটের পথ ঠেলে যেতে হয় প্রতিবেশী নিশ্চিন্তপুর গ্রামে। সেখানেও আবার হাতে গোনা দু-একটি চাপা কল। তাও আবার দীর্ঘক্ষণ লম্বা লাইনে দাঁড়িয়ে জল নিতে হয় তাদের। এদিকে কয়েক দিন থেকে টানা অঝোরে বৃষ্টি ঝরছে। এই বৃষ্টির মধ্যেই ভিজতে ভিজতে জল আনতে হচ্ছে নদী পেরিয়ে। অপর দিকে ব্রাহ্মণী নদীর জল বেড়ে ঘিরে রেখেছে গ্রামকে। চারিদিকে জল থাকলেও চেষ্টা মেটানোর জন্য কোন জলের ব্যবস্থা নেই। এমনই দুরবস্থার মধ্যে দিন কাটছে বলরামপুর গ্রামবাসীদের। গ্রাম বাসীদের অভিযোগ এর আগে শাসক দল তৃণমূলের পঞ্চায়েত সদস্য ছিলেন মল্লিকা বিশ্বাস তার কাছে বার বার দরবার করেও জলের কোনও সুরাহা হয়নি। এবাপারে বাম কংগ্রেস ও বিজেপি সমর্থিত শীতলগ্রাম পঞ্চায়েতের নব নির্বাচিত প্রধান শাহিনা খাতুনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনিও কিছুই বলতে চাননি। একই ভাবে এই বিষয়ে নলহাটি ২নং ব্লকের বিডিও হুমায়ূন চৌধুরীর সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনিও ফোন ধরেননি। এমন দুরবস্থায় আদৌ কি গ্রামে জল পৌঁছাবে? সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে গ্রামবাসীদের মধ্যে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct