রঙ্গিলা খাতুন, বহরমপুর, আপনজন: দীর্ঘ তিন মাস পর মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ হয়েছে। ছাত্র সংগঠন এসআইও-র মুর্শিদাবাদ জেলার পক্ষ থেকে তাই মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত অন্তর্বর্তী কালীন উপাচার্য অধ্যাপক অচিন্ত্য সাহার সঙ্গে সাক্ষাৎ করে ফুলের তোড়া দিয়ে আন্তরিক শুভেচ্ছা ও অভিবাদন জানানো হয় ৷ সেই সাথে এই হতাশাজনক পরিস্থিতি নিরসনের জন্য সংগঠনের পক্ষ থেকে সম্মানিত উপাচার্যের নিকট একাধিক দাবি পেশ করে হয়, অবিলম্বে সমাধানের অনুরোধ জানানো হয়েছে । মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়কে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের রূপদান, মুর্শিদাবাদ জেলার মধ্যে অবস্থিত ২৬টি কলেজকে অন্তর্ভুক্ত করা, শিক্ষার্থীদের নিরবচ্ছিন্ন একাডেমি অগ্রগতির জন্য ২০২৩ - ২৪ শিক্ষাবর্ষের জন্য পিজি কোর্সে ভর্তি অবিলম্বে শুরু করা প্রভৃতি দাবি জানানো হয়। উপাচার্য অচিন্ত্য সাহা এসআইও-র প্রতিনিধিদের এ বিষয়ে দ্রুত সমাধান করার আশ্বাস দেন।। এপ্রসঙ্গে তিনি জানান, দ্রুত ফলাফল প্রকাশ করা হবে এবং স্নাতকোত্তরের ভর্তির বিজ্ঞপ্তি দ্রুত প্রকাশ করা হবে। এদিন এসআইও-র পক্ষ থেকে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য শিক্ষাঙ্গন সম্পাদক রাসেল কাইজার, রাজ্য শিক্ষা সম্পাদক মুরসালীন ইসলাম, জেলা শিক্ষাঙ্গন সম্পাদক আবু রাইহান, প্রাক্তন জেলা শিক্ষাঙ্গন সম্পাদক সাহেব আলি, এসআইও মুর্শিদাবাদ ইউনিভার্সিটি ইউনিট আব্দুর রহমান, জেলা সভাপতি তৌসিফ আহমেদ সহ আরও অনেকে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct