দেবাশীষ পাল, মালদা, আপনজন: যে কোনও মুহূর্তেই ঘটতে পারে বড়সড় দুর্ঘটনা। কোথাও ছাদের চাঙড় ভেঙে বেরিয়ে পড়েছে লোহার রড। কোথাও ফাটল এতটাই বেশি সেখান থেকে প্রায়ই খসে পড়ছে চাঙড়া।বেশ কয়এক বছর ধরে এমনই বেহাল অবস্থায় রয়েছে হবিবপুর ব্লকের আইহো উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের। অভিযোগ বিদ্যালয় মেরামতের জন্য টাকা এসেও এখনো শুরু হয়নি এদিন তারই প্রতিবাদে প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলেন অভিভাবকরা এবং একটি স্মারকলিপি তুলে দেন প্রধান শিক্ষকের হাতে। বিদ্যালয়ের মেরামতের কাজ স্কুলের উন্নয়ন সঠিক করতে প্রধান শিক্ষকের কাছে স্মারকলিপি প্রদান অভিভাবকগন।বুধবার দুপুর বেলা আইহো উচ্চ বিদ্যালয় হাজির হয় বেশ কিছু অভিভাবক। এই বিষয়ে অভিভাবকেরা নব সাহা জানান যে পরিস্থিতিতে স্কুল রয়েছে খুব শীঘ্রই মেরামত করা হোক নয়তো কোন সময়ই বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে এই নিয়ে এক স্মারকলিপি তুলে দেওয়া হয় প্রধান শিক্ষকের হাতে। এই বিষয়ে প্রধান শিক্ষক অভিজিৎ মিশ্র,, জানান বেশ কিছু অভিভাবকরা এসেছিলেন স্কুলে একটি স্মারকলিপি দিয়ে গেছেন সে অভিযোগ ভিত্তিতে আমরা আগামী শুক্রবার স্কুল কমিটি কে নিয়ে একটি বৈঠক দেখেছি সে বৈঠক নিয়ে স্কুলের কাজ খুব শীঘ্রই শুরু হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct