আপনজন ডেস্ক: একের পর এক ভুলে গোল খেতে খেতে ম্যানচেস্টার ইউনাইটেড যেন ভাঁড়দের দলে পরিণত হয়েছে, যার সর্বশেষটা দেখা গেল গত রাতে।ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে কাল গালাতাসারাইয়ের কাছে ৩-২ ব্যবধানে হেরেছে ইউনাইটেড। ইংল্যান্ডের মাটিতে তুরস্কের ক্লাব গালাতাসারাইয়ের এটাই প্রথম জয়। গালাতাসারাইয়ে কাছে ধরাশায়ী হয়ে চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্ব থেকেই ছিটকে পড়ার শঙ্কা জেগেছে এরিক টেন হাগের দলের। ইউরোপীয় ক্লাব ফুটবলের শীর্ষ এ প্রতিযোগিতায় নিজেদের প্রথম ম্যাচে বায়ার্ন মিউনিখের কাছে ৪-৩ ব্যবধানে হেরেছিল ইউনাইটেড। টানা দুই হারে ‘এ’ গ্রুপের পয়েন্ট তালিকার তলানিতেই রয়ে গেছে ইউনাইটেড। প্রতিযোগিতায় এবারই প্রথম শুরুর দুই ম্যাচ হারল রেড ডেভিলরা। চলতি মৌসুমে গোলের পর গোল খেয়ে বিব্রতকর রেকর্ডই গড়ে ফেলেছে ইউনাইটেড। এ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১০ ম্যাচ খেলে তারা গোল খেয়েছে ১৮টি, যা এ শতাব্দীতে মৌসুমের প্রথম ১০ ম্যাচ পর সবচেয়ে বেশি। আর ১৯৬৬-৬৭ মৌসুমের (২০ গোল খেয়েছিল) পর দ্বিতীয় সর্বোচ্চ। গ্রুপের আরেক দল কোপেনহেগেনের সঙ্গে পরের ম্যাচ হারলেই বিদায় একরকম নিশ্চিত হয়ে যাবে রেড ডেভিলদের।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct