আপনজন ডেস্ক: ভারতের একটি বিশিষ্ট সামাজিক-ধর্মীয় সংগঠন জামায়াতে ইসলামী হিন্দ বুধবার এক সাংবাদিক সম্মেলনে মহিলা সংরক্ষণ বিল, সংসদে বিজেপি সাংসদদের দ্বারা ব্যবহৃত আপত্তিকর ভাষা, গণপিটুনির ঘটনা, মহিলাদের বিরুদ্ধে যৌন সহিংসতা এবং বিহার জাতিগত আদমশুমারি জনসংখ্যা প্রতিবেদন সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছে। জামায়াতে ইসলামী হিন্দ লোকসভা ও রাজ্য বিধানসভায় মহিলাদের জন্য এক তৃতীয়াংশ আসন সংরক্ষণের জন্য আইনে মুসলিম এবং অন্যান্য অনগ্রসর শ্রেণীর (ওবিসি) জন্য উপ-কোটার আহ্বান জানিয়েছে। মহিলা সংরক্ষণ বিল প্রসঙ্গে জামায়াতে ইসলামী হিন্দ বলেছে, “নারী শক্তিবন্দন আইন -২০২৩”-এর ফলে লোকসভা এবং রাজ্য বিধানসভাউভয়ক্ষেত্রেই মহিলাদের জন্য ৩৩% আসন সংরক্ষিত করবে। তবে আর্থ-সামাজিক চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও এই আইনে ওবিসি ও মুসলিম সম্প্রদায়থেকে নারীদের বাদ দেওয়া হয়েছে বলে উদ্বেগ প্রকাশ করেছে সংগঠনটি। তারা ভারতের মতো বৈচিত্র্যময় দেশে সমস্ত গোষ্ঠী ও শ্রেণীর প্রতিনিধিত্বের গুরুত্বের উপর জোর দেয় এবং আরও অন্তর্ভুক্তিমূলক নীতির আহ্বান জানায়। সংসদে বিজেপি সাংসদদের আপত্তিকর ভাষা
লোকসভায় বিএসপি সাংসদ কুনওয়ার দানিশ আলির বিরুদ্ধে বিজেপি সাংসদ রমেশ বিধুড়ির আপত্তিকর ভাষা ব্যবহারের তীব্র নিন্দা করেছে জামায়াতে ইসলামী হিন্দ। তারা এই বিষয়ে প্রধানমন্ত্রীর নীরবতায় হতাশা প্রকাশ করেছেন এবং ভিদুড়িকে সাংসদ হিসাবে অযোগ্য ঘোষণা এবং দল থেকে তাকে বরখাস্ত করার আহ্বান জানিয়েছেন। দেশে মুসলমানদের লক্ষ্য করে গণপিটুনি এবং মহিলাদের বিরুদ্ধে যৌন সহিংসতার ক্রমবর্ধমান ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জামায়াত। জামায়াত মনে করেন, গণপিটুনির সাম্প্রতিক ঘটনাগুসাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানোর ফলস্বরূপ। জামায়াত মহিলাদের প্রতি যৌন সহিংসতা মোকাবেলায় কঠোর আইন ও সমাজে নৈতিক সংস্কারসহ ব্যাপক সমাধানের আহ্বান জানিয়েছে। বিহারে জাতিগত সমীক্ষাকে স্বাগত জানিয়ে জামায়াত বলেছে, সমাজের প্রান্তিক ও বঞ্চিত অংশের হালনাগাদ তথ্য পেতে একটি জাতীয় জাতিগত আদমশুমারির প্রয়োজনীয়তা রয়েছে। ভারতের মতো বিশাল দেশে ওবিসি ও মুসলিম নারীদের বাদ দিয়ে নারী সংরক্ষণ আইন সামাজিক বৈষম্য দূর করতে পারবে না বলে জামায়াত জানিযেছে। মহিলা সংরক্ষণ বিলে ওবিসি এবং মুসলিম মহিলাদের উপেক্ষা করা অন্যায় হবে এবং ‘সবকা সাথ, সবকা বিকাশ’ নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ হবে না বলে মনে করে জামায়াত। এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন জাময়াতে ইসলামি হিন্দের ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক সেলিম ইঞ্জিনিয়ার, জামায়াতের জাতীয় সেক্রেটারি কে কে সুহেল, জামায়াতের অপর বাইস প্রেসিডেন্ট মালিক মোতাসিম খান, জামায়াতের জাতীয় সেক্রেটারি মিসেস রহমতুন্নেসা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct