নিজস্ব প্রতিবেদক, ঘাটাল, আপনজন: নিম্নচাপের বৃষ্টির জেরে বন্যা পরিস্থিতি ঘাটাল মহকুমার বেশ কিছু এলাকায়। শিলাবতি নদীর জল ঢুকতে শুরু করেছে ঘাটালের নীচু এলাকাগুলিতে। জলস্থর ক্রমশ বেড়েই চলেছে । ঘাটাল ব্লকের ব্যাঙরালে রাস্তার ওপর জল জমেছে প্রায় হাঁটু সমান, সেই জল পেরিয়ে চলছে স্কুল পড়ুয়া থেকে স্থানীয়দের যাতায়াত। কোথাও জল এক হাঁটু তো কোথাও এক কোমর,আবার কোথাও কোথাও জল পারাপার করার একমাত্র সম্বল ডিঙি। স্থানীয়রা জানান, রবিবার থেকে জল বাড়তে শুরু হয় ।এখনও পর্যন্ত বেড়েই চলছে জল। এলাকার মানুষজন বন্যার আশঙ্কা করছেন। তারা জানান, প্রতিবছর বন্যা দেখা দেয় সরকারিভাবে নৌকো বা কোনো সাহায্য মেলে না। বাড়িগুলি জলের তলায় থাকায় বাড়ির ছাদে দিন কাটাতে হয় ওই সমস্ত নিচু এলাকার সাধারণ পরিবার গুলিকে। ভোট আসে ভোট যায়। ভোটের আগে মেলে ভুঁড়ি ভুড়ি প্রতিশ্রুতি।কিন্তু ভোটের পরে দেখা মেলে না কারোরই । প্রতিবছরই বর্ষার সময় জল যন্ত্রণাকে সঙ্গী করে করে বেঁচে থাকতে হয় ঘাটাল মহকুমার নিচু এলাকার সাধারণ মানুষ গুলোকে। কবে এই ভয়াবহ জলযন্ত্রণা থেকে মুক্তি পাবে ঘাটাল বাসী সেই দিকেই তাকিয়ে দিন গুনছে তারা।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct