আপনজন ডেস্ক: রেকর্ডটা গত আগস্টেই হতে পারত। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ ‘যথেষ্ট রান না করায়’ হয়নি। প্রায় দুই মাস আগে লডারহিলে ক্যারিবীয়দের দেওয়া ১৭৯ রানের লক্ষ্য ৩ ওভার ও ৯ উইকেটে হাতে রেখে ছুঁয়ে ফেলে ভারত। সেই ম্যাচে যশস্বী জয়সোয়াল অপরাজিত ছিলেন ৮৪ রানে।টি-টোয়েন্টিতে জয়সোয়ালের সেঞ্চুরির অপেক্ষাটা অবশেষে ফুরাল। এশিয়ান গেমস ক্রিকেটে আজ তাঁর সেঞ্চুরিতেই নেপালকে ২৩ রানে হারিয়ে সেমিফাইনালে উঠে গেছে ভারত। ৪৮ বলে ১০০ ছোঁয়া জয়সোয়াল পরের বলেই আউট হয়ে যান। তবে ফেরার আগে ভারতের সর্বকনিষ্ঠ ব্যাটসম্যান হিসেবে এই সংস্করণে সেঞ্চুরির রেকর্ড গড়েন, ভেঙে দেন শুবমান গিলের রেকর্ড।আজ সেঞ্চুরির দিনে জয়সোয়ালের বয়স ২১ বছর ২৭৯ দিন। গত ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ১২৬ রানের ইনিংস খেলার সময় গিলের বয়স ছিল ২৩ বছর ১৪৬ দিন।হাংজুর পিংফেং ক্যাম্পাস ক্রিকেট ফিল্ডে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে ৪ উইকেটে ২০২ রান তুলেছিল রুতুরাজ গায়কোয়াড়ের নেতৃত্বাধীন ভারত। নেপাল না পারলেও দারুণ লড়েছে। চারজনের পঁচিশোর্ধ্ব ইনিংসে ৯ উইকেট হারিয়ে করেছে ১৭৯ রান। ভারতের হয়ে ৩টি করে উইকেট নিয়েছেন আবেশ খান ও রবি বিষ্ণই।কোয়ার্টার ফাইনালে আগামীকাল মালয়েশিয়ার বিপক্ষে খেলবে বাংলাদেশ। এ ম্যাচের জয়ী দলের সঙ্গে শুক্রবার সেমিফাইনালে লড়বে ভারত। আন্তর্জাতিক আঙিনায় পা পড়ার অনেক আগেই থেকেই আলো ছড়িয়ে আসছেন জয়সোয়াল। ২০২০ সালে বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলেও তিনি হয়েছিলেন টুর্নামেন্টসেরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct