এম মেহেদী সানি, গাইঘাটা, আপনজন: উত্তর ২৪ পরগনা জেলার গাইঘাটা ব্লকের ধর্মপুর-২ গ্রাম পঞ্চায়েতে বিজেপি মুক্ত করে এলাকার উন্নয়নকে ত্বরান্বিত করতে জোর কদমে কাজ শুরু করে দিয়েছেন নবনির্বাচিত প্রধান ও তৃণমূল নেতা সুভাষ রঞ্জন হালদার ৷ এলাকাবাসীর উদ্দেশ্যে দেওয়া এক বার্তায় প্রধান জানান, আমার কাছে সবাই সমান, সমস্ত দলমত, জাতি- ধর্ম - বর্ণ নির্বিশেষে সকলের প্রতি সমান নজর থাকবে ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চিন্তাভাবনা ও এলাকার উন্নয়নকে ত্বরান্বিত করা এবং সাধারণ মানুষের সঠিক পরিষেবা দেওয়াই আমার লক্ষ্য ৷’ নয়া প্রধান সুভাষ রঞ্জন হালদার রাজনৈতিক জীবনের সূচনা কিছুটা ব্যতিক্রমী ভাবেই ৷ জানা গিয়েছে, আশির দশকে তৎকালীন বামফ্রন্টের প্রধানের কাছে নিজের প্রয়োজনে সার্টিফিকেট নিতে গিয়েছিলেন, কিন্তু তা মেলেনি ৷ কিছুটা হতাশ হয়েই জেদ ধরেন ওই প্রধানের চেয়ারে সুভাষ বসবেনই ৷ তারপরই ছাত্রবস্তাতেই জাতীয় কংগ্রেসের সঙ্গে যুক্ত হন ৷ প্রথম রাজনৈতিক লড়াইয়ে অংশগ্রহণ করেন আজ থেকে ৪০ বছর আগে ১৯৮৩ সালে আঠারো বছর বয়সে ৷ সেই গ্রাম পঞ্চায়েত নির্বাচনে জাতীয় কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হন, কিন্তু প্রধান হওয়ার সুযোগ হয়নি ৷ পরবর্তীতে ১৯৯৮ সালে তৃণমূল কংগ্রেসের হাত ধরে স্বপ্ন পূরণ হয় ৷ সেই বছরই পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের টিকিটে জয়ী হয়ে সুভাষ রঞ্জন হালদার প্রধান নির্বাচিত হন ৷ ২০০৩ সালে গ্রাম পঞ্চায়েত নির্বাচনে প্রধান আসন মহিলা সংরক্ষিত হওয়ায় প্রধান হয় সুভাষের স্ত্রী ৷ ২০০৮ সালে পঞ্চায়েত নির্বাচনে প্রধান আসনে এসসি সংরক্ষিত হওয়ায় সেবারে উপপ্রধান হয় সুভাষের স্ত্রী ৷ ২০১৩ সালেও প্রধান আসন মহিলা সংরক্ষিত হওয়ায় প্রধান হয় সুভাষের স্ত্রী ৷ ২০১৮ সালে ছন্দপতন হয়, ক্ষমতা দখল করে বিজেপি সেবার বিরোধী দলনেতার আসনে ছিলেন সেই সুভাষই ৷ এবছর গ্রাম পঞ্চায়েত নির্বাচনে বিজেপিকে পরাস্ত করে ধর্মপুর দু’নম্বর গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন করেছে তৃণমূল কংগ্রেস ৷ নবনির্বাচিত প্রধান হিসেবে শপথ গ্রহণ করেছেন পোড় খাওয়া তৃণমূল নেতা সুভাষ রঞ্জন হালদার ৷ নয়া প্রধানের কর্মপরিকল্পনা জানতে চাওয়া হলে তিনি জানান, ‘বর্ষাকাল চলছে, ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, তাই আমার প্রথম কাজ হবে ডেঙ্গু নিয়ন্ত্রণ ৷ পাশাপাশি প্রশাসনিক স্তরে যেভাবে কাজ করলে সকল মানুষ সুষ্ঠুভাবে পরিষেবা পাবে সর্বদা সেই চেষ্টা করব ৷’ রাস্তাঘাট, জল নিকাশি ব্যবস্থা, আলো, স্বাস্থ্য সহ বিভিন্ন ক্ষেত্রে দ্রুত উন্নয়নের সাথে ধর্মপুর-২ গ্রাম পঞ্চায়েতেকে জেলার মধ্যে শ্রেষ্ঠ গ্রাম পঞ্চায়েত হিসাবে গড়ে তোলার কথাও জানান প্রধান সুভাষ রঞ্জন হালদার।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct