সারিউল ইসলাম, লালবাগ, আসিফ রনি, নবগ্রাম, আপনজন: মঙ্গলবার নবগ্রাম থানার পাঁচ গ্রাম বালিকা বিদ্যালয়ে বৃত্তি পরীক্ষা দিতে এসে সিলিং ফ্যান খুলে মাথায় পড়ে গুরুতর জখম হলো এক ছাত্রী। সূত্রের খবর, চতুর্থ শ্রেণীর ছাত্রী নাসরিনা খাতুন সহ মোট ১২১ জন ছাত্রছাত্রী ঐ বৃত্তি পরীক্ষায় উপস্থিত হয়। পরীক্ষা চলাকালীন হঠাৎই ওই ছাত্রীর মাথার উপর সিলিং ফ্যান খুলে পড়ে। গুরুতর জখম অবস্থায় প্রথমে পাঁচগ্রাম প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে এবং পরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় ওই ছাত্রীকে। বর্তমানে ওই ছাত্রীর অবস্থা স্বাভাবিক রয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর। পাঁচগ্রাম বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুপর্ণা চক্রবর্তী বলেন, ‘সরাসরি ওই ছাত্রীর মাথায় ফ্যানটি পড়েনি। ফ্যানের পাখার আঘাতে ওর মাথা কেটে গিয়েছে। সিটি স্ক্যানের কথা ভেবে ওকে পাঁচগ্রাম স্বাস্থ্যকেন্দ্র থেকে মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে।’ বৃত্তি পরীক্ষার সেন্টার ইনচার্জ সাবের আলী বলেন, তিনটি বিদ্যালয়ের মোট ১২১ জন ছাত্র-ছাত্রীদের পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হয় পাঁচগ্রাম বালিকা বিদ্যালয়ে। পরীক্ষার শুরুতেই দুর্ঘটনাটি ঘটে। তবে এই নিয়ে পরবর্তীতে কোনরকম উত্তেজনা দেখা যায়নি, পরীক্ষা শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct