আপনজন ডেস্ক: একটা সময় ছিল, ভারতের পেস বোলারদের খুব একটা পাত্তা দিতেন না প্রতিপক্ষ দলের ব্যাটসম্যানরা। কিন্তু এখন সময় বদলেছে। যশপ্রীত বুমরার নেতৃত্বে মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজদের সমন্বয়ে ভালো একটি পেস বোলিং আক্রমণ গড়ে তুলেছে তারা। বুমরাকে তো সময়ের অন্যতম সেরা পেসারই বলেন অনেকে। কিন্তু বিশ্বকাপের আগে পাকিস্তানের সাবেক পেসার মোহাম্মদ আমির বলছেন অন্য কথা। বুমরার চেয়ে তিনি ভারত দলে এগিয়ে রাখছেন সিরাজকেই।চোটের কারণে লম্বা সময় বুমরা ছিলেন মাঠের বাইরে। বিশ্বকাপের আগে ভারতের আয়ারল্যান্ড সফর দিয়ে দলে ফিরেছেন। মাঝের সময়টা ভারতের পেস বোলিং আক্রমণকে বলতে গেলে সিরাজই নেতৃত্ব দিয়েছেন। এশিয়া কাপে বুমরা খেললেও দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে আলো কেড়ে নিয়েছেন সিরাজ।ভারতের হয়ে এখন পর্যন্ত ৩০টি ওয়ানডে খেলে ২০.০১ গড়ে ৫৪ উইকেট নিয়েছেন সিরাজ। সর্বশেষ এশিয়া কাপে ৪ ইনিংসে ১০ উইকেট নিয়ে হয়েছেন টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি। ফাইনালে শ্রীলঙ্কাকে উড়িয়ে দেওয়া ম্যাচে ২১ রানে নিয়েছেন ৬ উইকেট। যেটা ওয়ানডেতে তাঁর ক্যারিয়ার–সেরা বোলিং।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct