অমরজিৎ সিংহ রায়, বালুরঘাট, আপনজন: দুর্গা প্রতিমা ভাঙার ঘটনায় চাঞ্চল্য। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের কামারপাড়া ‘কচিপাতা সংঘ’ ক্লাবের ঘটনা। আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে চলছে দেবীর আবাহনের প্রস্তুতি। ক্লাব প্রাঙ্গণেই তৈরি হচ্ছিল প্রতিমা।জানাগিয়েছে, মঙ্গলবার সকালে প্রাতঃভ্রমণে বেরোনো এলাকার বেশ কয়েকজনের প্রথম বিষয়টি নজরে আসে। এরপর তাঁরা খবর দেয় ক্লাব কর্তৃপক্ষকে৷ এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে আসে বালুরঘাট থানার পুলিশ। পুরো ঘটনা খতিয়ে দেখার পাশাপাশি মূর্তি গুলি ঢেকে দেওয়া হয়। কে বা কারা রাতের অন্ধকারে মূর্তি গুলি ভাঙল তা নিয়ে ধন্দে ক্লাব কর্তৃপক্ষ থেকে স্থানীয়রা। তবে প্রাথমিক অনুমান ভবঘুরে বা মদ্যপরা এই ঘটনা ঘটিয়েছে। পুরো ঘটনা খতিয়ে দেখছে বালুরঘাট থানার পুলিশ।এ বিষয়ে দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তল জানান, ‘কামারপাড়া এলাকায় কচিপাতা সংঘের ঘটনার পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ভারতীয় দণ্ডবিধির(আইপিসি) ৪৪৭,৪২৭ এবং ৩৪ ধারায় মামলা দায়ের করা হয়েছে।এবিষয়ে ক্লাবের সহ-সভাপতি শীতল সরকার জানান, ‘দুর্গা প্রতিমার আংশিক অংশ ভেঙে দেয়া হয়েছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসেছে। কারা ভেঙেছে সেই বিষয়টি পরিষ্কার নয়। কোন ভবঘুরে এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে।’
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct