সঞ্জীব মল্লিক, বাঁকুড়া: দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার পর সোনামুখী পাত্রসায়ের এলাকায় নদী তীরবর্তী গ্রামগুলিকে মাইকিং করে সতর্ক করা হচ্ছে সাধারণ মানুষকে প্রশাসনের পক্ষ থেকে ।গত তিনদিন টানা নিম্নচাপের জেরে দফায় দফায় বৃষ্টিপাত হচ্ছে রাজ্যের বিভিন্ন প্রান্তে যার জেরে পাঞ্চেত ও ডিভিসির পর এবার ৭৫ হাজার কিউসেক জল ছাড়ে দুর্গাপুর ব্যারেজ। যে কারণেই সোনামুখী ও পাত্রসায়ের ব্লকের দামোদর নদীর তীরবর্তী যে সমস্ত গ্রামগুলি রয়েছে এই গ্রামগুলিকে অগ্রিম সতর্কতা জানাচ্ছে স্থানীয় প্রশাসন। গ্রামে ঘুরে ঘুরে গ্রাম পঞ্চায়েত গুলির পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে । সকলকেই সতর্ক থাকার জন্য আহ্বান জানানো হচ্ছে । এমনকি কেউ যাতে মাছ ধরতে নদীতে না যায় সেই আবেদন করা হচ্ছে প্রশাসনের তরফে । সূত্রের খবর বৃষ্টির পরিমাণ বাড়লে আরো জল ছাড়া হতে পারে ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct