আমীরুল ইসলাম, বোলপুর: বেসরকারি নার্সিংহোমে কুড়ি হাজার টাকায় শিশু কন্যা বিক্রির অভিযোগ। গ্রেফতার নাবালিকার শিশু কন্যার মা, নার্সিংহোমের কর্মী সহ সাত জন। ঘটনাটি ঘটেছে বীরভূমের শান্তিনিকেতন থানার সিয়ান বেসরকারি নার্সিংহোমের। তদন্তে লাভপুর ও শান্তিনিকেতন থানার পুলিশ।
বীরভূমের সাঁইথিয়া থানার বাসিন্দা আজমিরা খাতুন। ১২ দিন আগে শান্তিনিকেতন থানার সিয়ানে একটি বেসরকারি নার্সিংহোম কন্যা সন্তানের জন্ম দেয়। আজমিরা কুড়ি হাজার টাকায় নার্সিংহোম কর্তৃপক্ষকে শিশু কন্যা টি কে বিক্রি করে। নার্সিংহোমের কর্মী হেমন্ত মাঝি সহ বেশ কয়েকজন ৩৫ হাজার টাকায় শিশু কন্যা দেখে বিক্রি করে আরও এক পক্ষকে। সেই পক্ষ লাভপুর থানার কুরুন্নাহার গ্রামের বাসিন্দা দুজনকে মোটা টাকায় শিশুকন্যা বিক্রি করে। লাভপুর থানার কুরুন্নাহার গ্রামে যে দুজন শিশু কন্যা কিনেছিলেন তার প্রতিবেশী লাভপুর থানায় অভিযোগ করে। লাভপুর থানার পুলিশ শতপ্রণোদিতভাবে মামলার অজু করে। বীরভূমের লাভপুর ও শান্তিনিকেতন থানার পুলিশ তদন্তে নেমে শিশু কন্যার মা আজমিরা খাতুন, সিয়ানের বেসরকারি নার্সিংহোমের কর্মী হেমন্ত মাঝি এবং কুরুনাহারের দুজন বাসিন্দা সহ মোট সাতজনকে গ্রেফতার করেছে লাভপুর থানার পুলিশ। অভিযুক্ত সকলের বিরুদ্ধে লাভপুর থানার পুলিশ ৩৭০ শিশু বিক্রি, ৩৬৮ শিশু অপহরণ এবং ৩৬৩ নাবালিকা কিডন্যাপ করে আটকে রাখা। এই সামগ্রিক ধারায় মামলা রুজু করেছে।
সদ্যজাত শিশুকন্যা বিক্রির ঘটনায় মুখে কুলুপ এটেছে বেসরকারি নার্সিংহোম কর্তৃপক্ষ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct