সুব্রত রায়, হিঙ্গলগঞ্জ: উত্তর ২৪ পরগনার বসিরহাটের হিঙ্গলগঞ্জ ব্লকের রূপমারি গ্রাম পঞ্চায়েতের রূপমারি গ্রামে হঠাৎই সোমবার দুপুর বারোটা নাগাদ গৌড়েশ্বর নদীর বাঁধে ধস নামে। বেশ কয়েকদিন ধরে সারা রাজ্য জুড়ে চলছে নিম্নচাপের বৃষ্টি। আর এই বর্ষায় মাটি নরম হয়ে নদীর বাঁধ ভেঙে যাচ্ছে।এলাকায় ঢুকছে জল,ক্ষতি হচ্ছে ধানক্ষেত মাছের পুকুর থেকে ফসলের। তার থেকে বাদ পড়ল না রূপমারিও।এই গৌড়েশ্বর নদী বাঁধ ভেঙে জল ঢুকছে এলাকায় । তাছাড়া দেখা যায় ৮০ থেকে ১০০ ফুট বাঁধ ফাটল ধরে আছে। যে কোন মুহূর্তে নেমে ওই মাটি চলে যাবে নদীর গর্ভে।খবর পেয়ে ঘটনাস্থলে যান রূপমারি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তপন মন্ডল ও প্রধান নিজে।
এলাকার মানুষজন জানিয়েছেন যেকোনো সময় বড় ধরনের বিপদ ঘটে যেতে পারে। তারা খুব আতঙ্কে আছেন। প্রধান উপ প্রধান তারা আসেন। দেখেছেন ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাচ্ছেন। কিন্তু শুধুমাত্র একটি পেপার দেওয়া ছাড়া আর কোন কাজ কিছুই হচ্ছে না।
সাধারণ মানুষ আরো জানিয়েছেন সময় মত যদি বাঁধ গুলো মেরামত করা হয় তাহলে,এই বর্ষার সময়ে নদীতে জলস্তর বেড়ে যায় তখন আর আতঙ্কে থাকতে হয় না। কিন্তু বর্তমান কেন্দ্র সরকার কেউই নদীর বাঁধের দিকে নজর দেন না।হিঙ্গলগঞ্জ বিধানসভার বন ও ভূমি কর্মাধক্ষ সুরোজিত বর্মন জানিয়েছেন, এলাকার কয়েকটি নদী বাঁধে এরকম সমস্যা হচ্ছে, লোকাল পঞ্চায়েতকে নিয়ে হিঙ্গলগঞ্জ পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে দ্রুত মেরামতের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শীঘ্রই বাঁধের সংস্কার হবে।
পাশাপাশি তিনি বলেন , কেন্দ্রীয় সরকার ১০০ দিনের টাকা আটকে রেখেছে। নদীবাঁধের বরাদ্দ কাজের টাকা দিচ্ছে না যার কারণে বহু জায়গায় নদী বাঁধের কাজ আটকে রয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct