আপনজন ডেস্ক: মেডিসিনে নোবেলজয়ীর নাম ঘোষণার মধ্য দিয়ে এবারের নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়েছে সুইডেনের দ্য নোবেল ফাউন্ডেশন। সোমবার বেলা আড়াইটা নাগাদ নোবেলজয়ীদের নাম ঘোষণা করা হয়। এ বছর মেডিসিনে ও শারীরবিদ্যায় যৌথভাবে নোবেল পুরস্কার পেয়েছেন কাতালিন ক্যারিকো ও ড্রিউ ওয়েইসম্যান। করোনার এমআরএনএ টিকা তৈরির প্রযুক্তি আবিষ্কারে অবদান রাখায় তাদের নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। অবশ্য করোনা মহামারির আগেই এই প্রযুক্তিটি পরীক্ষামূলক পর্যায়ে ছিল। কোভিড মহামারির সময় মডার্না ও ফাইজার এই এমআরএনএ প্রযুক্তির ওপর ভিত্তি করেই টিকা তৈরি করেছে। করোনার টিকা আবিষ্কারে অভূতপূর্ব অবদান রেখেছেন কাতালিন ক্যারিকো ও ড্রিউ ওয়েইসম্যান। কাতালিন ২০২২ সাল পর্যন্ত বায়োএনটেকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ছিলেন। এরপর থেকে তিনি কোম্পানিটির উপদেষ্টা হন। এছাড়া তিনি হাঙ্গেরির সেজেড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের পেরেলম্যান স্কুল অব মেডিসিনের সহকারী অধ্যাপক। আর ওয়েইসম্যান পেরেলম্যান স্কুলে ভ্যাকসিন গবেষণার অধ্যাপক।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct