এম মেহেদী সানি, গোবরডাঙ্গা, আপনজন: কেন্দ্রীয় সরকারের এজেন্ট বিরোধী নীতি ও পোষ্ট-অফিস বিরোধী নীতির প্রতিবাদে দিল্লিতে আগামী ৩রা অক্টোবর থেকে ৬ই অক্টোবর অবস্থান বিক্ষোভে সামিল হতে রাষ্ট্রীয় স্বল্প সঞ্চয় অভিকর্তা সংগঠনের খাটুরা পোস্ট অফিস ইউনিটের সদস্য সদস্যরা রওনা দিল দিল্লির উদ্দেশ্যে ৷ জানা গিয়েছে কেন্দ্রীয় সরকারের এজেন্ট বিরোধী নীতি ও পোষ্ট-অফিস বিরোধী নীতির প্রতিবাদে দিল্লি যন্তর মন্তরে ওই বিক্ষোভের ডাক দিয়েছে সংশ্লিষ্ট সংস্থা ৷ পাশাপাশি ওই তিনদিন সারা ভারত স্বল্প সঞ্চয় এজেন্টরা কর্মবিরতি পালন করবেন ৷ সারা দেশে প্রায় সাড়ে ৫ লক্ষ কর্মী রয়েছেন যাঁরা ডাকঘরে স্বল্প সঞ্চয়ের বিভিন্ন প্রকল্পের ভিত্তিতে উপভোক্তাদের পরিষেবা দেন। এ রাজ্যেও তাদের প্রায় ৬০,০০০ কর্মী রয়েছেন ।প্রতিবাদে সামিল হতে এ দিন রবিবার দুপুরে গোবরডাঙ্গা রেল স্টেশন থেকে খাটুরা পোস্ট অফিস ইউনিটের আজিজ মন্ডল, প্রসেনজিৎ চৌধুরী সহ অনেকেই দিল্লির যন্তর মন্তরে উদ্দেশ্যে রওনা দেন ৷ রাষ্ট্রীয় স্বল্প সঞ্চয় অভিকর্তা সংগঠনের রাজ্যের সর্বোচ্চ সদস্য ও উত্তর ২৪ পরগণার জেলার সহ সম্পাদক তথা গোবরডাঙ্গা খাটুরা পোষ্ট অফিস ইউনিটের সম্পাদক আজিজ মন্ডল জানান, ‘আমাদের কাজ কেন্দ্র সরকারের উদ্যোগে চলা ডাকঘরের বিভিন্ন স্বল্প সঞ্চয় মূলক পরিষেবা সচল রাখা ও গ্রাহকদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে তা সরকারি কোষাগারে জমা করা । তবে আমাদের আয় শুধুমাত্র কমিশনের উপর নির্ভরশীল। আমরা কোনও বেতন পায় না । ২০১১ সালের আগে পর্যন্ত এই কর্মীদের কাজের উপর এক শতাংশ কমিশন দেওয়া হত । ২০১১ সালের পর তা কমে ০.৫ শতাংশ হয়েছে। এ ছাড়া বিভিন্ন প্রকল্পের উপর কমিশনও তুলে নেওয়া হয়েছে । ২০১১ সালের আগে আয় ঠিক ছিল, কিন্তু কমিশন কমে যাওয়া ও কিছু ক্ষেত্রে না পাওয়ায় আমাদের আয় অনেক কমে গিয়েছে । তাই পথে নামতে বাধ্য হয়েছি আমরা ।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct