দেবাশীষ পাল, মালদা, আপনজন: একটানা লোডশেডিং, বেহাল রাস্তা ও পানীয় জলের অব্যবস্থার প্রতিবাদ জানিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। রবিবার সকালে গাজোল ব্লকের করকচ গ্রাম পঞ্চায়েতের দোহিল এলাকার ৫১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে শতাধিক গ্রামবাসীরা দীর্ঘক্ষন ধরে বিক্ষোভ দেখান। বিক্ষোভকারী গ্রামবাসীদের অভিযোগ, গত চার দিন ধরে গ্রামে বিদ্যুৎ নেই । যার ফলে পরিশ্রুত পানীয় জল মিলছে না । তার ওপর আবার বর্ষার মরশুমে এলাকায় রাস্তা বেহাল হয়ে পড়েছে। সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষকে জানালে প্রয়োজনীয় কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এইসব বেহাল সমস্যার প্রতিবাদ জানিয়ে এলাকার মালদা - বালুরঘাট গামী সড়ক অবরোধ করা হয়েছে।বিক্ষোভকারী গ্রামবাসীদের আরো অভিযোগ, একদিকে গরম, অপরদিকে বর্ষার মরশুম ফলে চরম সমস্যায় পড়তে হচ্ছে গ্রামবাসীদের। পানীয় জলের অভাবে প্রচন্ড সমস্যা দেখা দিয়েছে। এদিকে এদিন এই সড়ক অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গাজোল থানার পুলিশ। দীর্ঘক্ষন আলোচনার পর পুলিশের হস্তক্ষেপে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেন। তারপরে স্বাভাবিক হয় যান চলাচল।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct