আপনজন ডেস্ক: দক্ষিণ ইউরোপের দেশ স্পেনের একটি নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ১৩ জনে দাঁড়িয়েছে।রোববার (১ অক্টোবর) দেশটির দক্ষিণ–পূর্বাঞ্চলীয় শহর মুরসিয়ার থিয়েটার নামের একটি নাইটক্লাবে এ দুর্ঘটনা ঘটে।জরুরি সেবাদানকারী সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় সকাল ছয়টার দিকে অগ্নিকাণ্ডের খবর পায় তারা এবং কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় সকাল আটটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এ সময় তল্লাশি চালিয়ে ১৩ জনের মরদেহ উদ্ধার করা হয়। ফায়ার সার্ভিসের ৪০ জনেরও বেশি সদস্য ও ১২টি জরুরি সেবাদানকারী যান এই উদ্ধারকাজে অংশ নেয়। এখনও ওই নাইটক্লাবে তল্লাশি চালাচ্ছেন উদ্ধারকারীরা। এদিকে অগ্নিকাণ্ডে প্রাণহানীর ঘটনায় তিন দিনের শোক ঘোষণা করেছেন স্থানীয় মেয়র জস ব্যালেস্তা।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct