আপনজন ডেস্ক: তুরস্কের রাজধানী আংকারায় দেশটির পার্লামেন্টের কাছে রবিবার একটি ‘সন্ত্রাসী হামলা’ হয়েছে। এতে দুই পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।মন্ত্রণালয় বলেছে, দুই হামলাকারী একটি বাণিজ্যিক গাড়িতে করে স্থানীয় সময় সকাল সাড়ে ৯টার দিকে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা মহা অধিদপ্তরের প্রবেশদ্বারের সামনে পৌঁছয় এবং বোমা হামলা চালায়।মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যমে আরো বলেছে, সন্ত্রাসীদের একজন নিজেকে উড়িয়ে দিয়েছে এবং অন্যজনকে হত্যা করা হয়েছে। হামলায় দুই পুলিশ কর্মকর্তা সামান্য আহত হয়েছেন।তুর্কি গণমাধ্যম অনুসারে, হামলা চালানো জেলায় আরো বেশ কয়েকটি মন্ত্রণালয় ও তুর্কি সংসদ রয়েছে। এ ছাড়া সংসদে এদিন প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ানের ভাষণ দেওয়ার কথা ছিল। এনটিভি ঘেরাও করে রাখা জেলায় বন্দুকযুদ্ধের খবরও দিয়েছে, যেখানে জরুরি পরিষেবা উপস্থিত ছিল। তাৎক্ষণিকভাবে কেউ হামলার দায় স্বীকার করেনি। আংকারা প্রসিকিউটর অফিস বলেছে, তারা তদন্ত শুরু করছে এবং ওই এলাকায় প্রবেশ নিষিদ্ধ করেছে। এরদোয়ান সংসদীয় অধিবেশনের উদ্বোধনের সময় বক্তৃতা দেবেন, যেখানে ন্যাটো জোটে সুইডেনের প্রবেশকে বৈধতা দিতে হবে। হাঙ্গেরি ও তুরস্ক জুলাই মাসে আটলান্টিক জোটে সুইডেনের প্রবেশের বিরুদ্ধে তাদের ভেটো প্রত্যাহার করেছে, তবে তাদের সদস্য পদ অনুমোদন করতে ধীরগতিতে রয়েছে। এরদোয়ান জুলাই মাসে ইঙ্গিত দিয়েছিলেন, তুর্কি সংসদে অনুসমর্থন অক্টোবরের আগে হবে না। তবে এই সংসদীয় বছরে এটি অনুমোদিত হবে বলে আশা করা হচ্ছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct