আপনজন ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রকে সত্যিকারের ‘মিথ্যার সাম্রাজ্য’ বলে অভিহিত করেছে চিন। শনিবার মার্কিন পররাষ্ট্র দফতরের এক প্রতিবেদনের সমালোচনা করে এই মন্তব্য করেছে চিনের পররাষ্ট্র মন্ত্রণালয়। সম্প্রতি চিন নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর এক নতুন প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে যুক্তরাষ্ট্র জানিয়েছে, তথ্য নিয়ে কারসাজির অংশ হিসেবে কোটি কোটি ডলার ঢালছে চিন। সেন্সরশিপ, ডেটা সংগ্রহ ও গোপনে বিভিন্ন বিদেশি সংবাদমাধ্যম কেনার মাধ্যমে বিশ্ব গণমাধ্যমে কারসাজি করছে তারা। তবে নজিরবিহীন অর্থ ঢালা সত্ত্বেও বিশ্বের গণতান্ত্রিক দেশে স্থানীয় গণমাধ্যম ও সুশীল সমাজের বাধায় বিপর্যয়ের মুখে পড়েছে বেইজিংয়ের এই প্রচারাভিযান। এই প্রতিবেদনের প্রতিবাদ জানিয়ে এক বিবৃতিতে চিনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, সত্যকে উপেক্ষা করা হয়েছে যুক্তরাষ্ট্রের এই প্রতিবেদনে। এটি মিথ্যা তথ্যভিত্তিক প্রতিবেদন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের যেসব সংস্থা এ প্রতিবেদন তৈরি করেছে, সেগুলো ভুল তথ্যের উৎস। এছাড়া বিভিন্ন তথ্যপ্রমাণে উঠে এসেছে যুক্তরাষ্ট্রই সত্যিকারের ‘মিথ্যার সাম্রাজ্য’। সম্প্রতি নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে দেওয়া ভাষণে পশ্চিমা বিশ্বকে ‘মিথ্যার সাম্রাজ্য’ বলে মন্তব্য করেছিলেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।তিনি বলেন, যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্ররা নানান দ্বন্দ্বকে উসকে দিচ্ছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct