আপনজন ডেস্ক: বল দখল কিংবা আক্রমণ-দুই ক্ষেত্রেই রিয়াল মাদ্রিদের সঙ্গে পায়ে পায়ে লড়াই করলো জিরোনা এফসি। তবে কার্যকরী অ্যাটাকে বড় জয় তুলে নিলো রয়্যাল হোয়াইটরা। শনিবার রাতে মন্টিল্লিভি স্টেডিয়ামে স্প্যানিশ লা লিগার ম্যাচে স্বাগতিক জিরোনাকে ৩-০ গোলে হারায় লস ব্লাঙ্কোরা। এই জয়ে বার্সেলোনাকে পেছনে ফেলে লীগ টেবিলের শীর্ষস্থান দখল করে রিয়াল মাদ্রিদ। এক ম্যাচ আগেও স্প্যানিশ লা লিগা টেবিলের তৃতীয় স্থানে ছিল রিয়াল মাদ্রিদ। জিরোনার মুখোমুখি হওয়ার আগে ৭ ম্যাচে ৬ জয় এবং ১ হারে ১৮ পয়েন্ট ছিল গ্যালাটিকোদের। ১৯ পয়েন্ট নিয়ে দুইয়ে ছিল জিরোনা। আর ২০ পয়েন্ট নিয়ে শীর্ষে ছিল বার্সেলোনা। জিরোনাকে হারিয়ে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেছে রিয়াল মাদ্রিদ। এক ধাপ করে পিছিয়েছে বার্সেলোনা ও জিরোনা।প্রতিপক্ষের মাঠে ম্যাচের ১৭তম মিনিটে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ।ইংলিশ তারকা জুড বেলিংহ্যামের অ্যাসিস্টে গোলটি করেন স্প্যানিশ স্ট্রাইকার হোসেলু। ২১তম মিনিটে ব্যবধান বাড়ান অরলিয়েন চুয়ামেনি। জার্মান মিডফিল্ডার টনি ক্রুসের পাসে বল পেয়েছিলেন এই ফরাসি ফুটবলার। ৭১তম মিনিটে স্কোরলাইন ৩-০ করেন বেলিংহ্যাম। ৯০+৪তম মিনিটে দশ জনের দলে পরিণত হয় রিয়াল মাদ্রিদ। প্রতিপক্ষের খেলোয়াড়কে কড়া ট্যাকল করায় লাল কার্ড দেখেন স্প্যানিশ ডিফেন্ডার নাচো।ম্যাচ শেষে দলের পারফরম্যান্সে সন্তোষ প্রকাশ করেন রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি। তিনি বলেন, ‘ছেলেরা ভালো খেলেছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct