আপনজন ডেস্ক: ২০১৩ সালের মুজফ্ফরনগর দাঙ্গায় লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগে অভিযুক্ত আটজনকে প্রমাণের অভাবে বেকসুর খালাস দিয়েছে স্থানীয় আদালত। অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক অলকা ভারতী শনিবার আজাদপাল, জিতেন্দ্র, পারুল, বিকাশ, গৌরব, কুলদীপ, সঞ্জয় এবং মিথিলেশকে বেকসুর খালাস করার আদেশ জারি করেন। আদালত বলেছে, প্রসিকিউশন অভিযোগ প্রমাণ করতে ব্যর্থ হয়েছে।আসামি পক্ষের আইনজীবী প্রদীপ কুমার মালিকে মতে, ২০১৩ সালের ৮ সেপ্টেম্বর আকরাম একটি এফআইআর দায়ের করেছিলেন, যেখানে তিনি অভিযোগ করেছিলেন, দাঙ্গাকারীরা ফুগানা থানার লিসাধ গ্রামে তার বাড়িতে ঢুকে লুটপাট করে এবং আগুন ধরিয়ে দেয়। বিশেষ তদন্তকারী দল এই মামলায় নয়জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছিল। মামলা চলাকালীন অভিযুক্ত ঋষিপাল ২০১৬ সালে মারা যান। ২০১৩ সালের মুজাফফরনগর দাঙ্গায় ৬০ জনেরও বেশি মানুষ নিহত এবং হাজার হাজারের বেশি বাস্তুচ্যুত হয়েছিল যাদের সবাই মুসলিম। উল্লেখ্য, মুজাফফরনগর দাঙ্গায় অন্যান্য অভিযুক্তদের মধ্যে বিজেপি বিধায়ক সম্বিত পাত্রও জামিনে মুক্ত।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct