আপনজন ডেস্ক: পুরাতন পেনশন স্কিম পুনরুদ্ধারের দাবিতে রবিবার সারা দেশ থেকে হাজার হাজার কেন্দ্রীয় ও রাজ্য সরকারী কর্মচারী রামলীলা ময়দানে জড়ো হন, বেশ কয়েকটি বিরোধী দলও বিক্ষোভকারীদের সমর্থন জানিয়েছে। আম আদমি পার্টির রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিং, হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপিন্দর সিং হুদা, তাঁর কংগ্রেস সহকর্মী অরবিন্দর সিং লাভলি, সন্দীপ দীক্ষিত ও উদিত রাজ, বহুজন সমাজ পার্টির সাংসদ শ্যাম সিং যাদব এবং কৃষক নেতা রাকেশ টিকাইত এই সমাবেশে যোগ দেন। জয়েন্ট ফোরাম ফর রিস্টোরেশন অফ ওল্ড পেনশন স্কিম (জেএফআরওপিএস) এবং ন্যাশনাল জয়েন্ট কাউন্সিল অফ অ্যাকশনের (এনজেসিএ) ব্যানারে জড়ো হওয়া বিক্ষোভকারীরা বলেছেন যে তারা অবসর পরবর্তী ভবিষ্যত নিয়ে উদ্বিগ্ন। ২০০৪ সালের ১ জানুয়ারির পর সরকারি চাকরিতে যোগ দেওয়া কর্মীরা নতুন পেনশন স্কিমের তীব্র বিরোধিতা করছেন। অল ইন্ডিয়া রেলওয়ে মেনস ফেডারেশনের জাতীয় আহ্বায়ক এবং সাধারণ সম্পাদক শিব গোপাল মিশ্র বলেন, “অবসর গ্রহণের পরে তারা তাদের ভবিষ্যত নিয়ে উদ্বিগ্ন কারণ তারা পুরানো পেনশন স্কিম থেকে বঞ্চিত হয়েছেন এবং নতুন পেনশন স্কিমে বাধ্য হয়েছেন। মহাসমাবেশে আয়োজকরা দাবি করেন, ২০টি রাজ্যের সরকারি কর্মচারীরা এই সমাবেশে অংশ নিচ্ছেন। বিক্ষোভকারীরা বলেন, যে দল পুরাতন পেনশন স্কিম পুনরুদ্ধারের প্রতিশ্রুতি দেয় তাকে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে ক্ষমতায় আনা উচিত। বিক্ষোভকারীরা ‘ইনকিলাব জিন্দাবাদ’ ও ‘কর্মচারী একতা জিন্দাবাদ’ স্লোগান দেয়।“আমরা পুরানো পেনশন স্কিম (ওপিএস) ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছিলাম এবং আমরা আমাদের সংগ্রামের মাধ্যমে বেশ কয়েকটি রাজ্যে সফলভাবে ওপিএস ফিরিয়ে এনেছি।“আমাদের দল বিশ্বাস করেছিল যে কেন্দ্রীয় সরকার যদি এটি (ওপিএস) অনুমোদন করে তবে এর দায় রাজ্য সরকারের উপর থাকবে না। ন্যাশনাল মুভমেন্ট ফর ওল্ড পেনশন স্কিমের নেতা বিজয় কুমার বন্ধু পিটিআই ভিডিওকে বলেন, “এই কারণেই আমরা দিল্লির রামলীলা ময়দানে (প্রতিবাদ জানাতে) এসেছি। ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল এবং দলের অন্যান্য নেতারা বলেছেন যে কেন্দ্রে তাদের সরকার গঠিত হওয়ার সাথে সাথে তারা সারা দেশে ওপিএস প্রয়োগ করবে।এআইসিসি-র সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল বলেন, “ওপিএস-এর এই বিক্ষোভ শাসকগোষ্ঠীর বিরুদ্ধে আমাদের ইস্পাত কাঠামো, সরকারি আধিকারিকদের ক্ষোভকে প্রকাশ করে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct