আপনজন ডেস্ক: আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রবিবার বলেছেন, বাল্যবিবাহের মতো প্রথা বাদ দিয়ে নিজেদের সংস্কার না করা পর্যন্ত আগামী ১০ বছরের জন্য বিজেপির ‘চর’ এলাকার ‘মিয়া’ জনগণের ভোটের প্রয়োজন নেই। শর্মা অবশ্য বলেন, ‘মিয়া’ জনগণ তাঁকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপিকে সমর্থন করে এবং তারা তাদের ভোট না দিয়ে গেরুয়া ব্রিগেডের পক্ষে স্লোগান দিতে পারে।বিজেপি জনকল্যাণ করবে এবং তারা আমাদের সমর্থন করবে, কিন্তু তাদের আমাদের ভোট দেওয়ার দরকার নেই। আমাদের সমর্থন করার কোনো ক্ষতি নেই। তাঁদের হিমন্ত বিশ্ব শর্মা, নরেন্দ্র মোদী এবং বিজেপির জন্য ‘জিন্দাবাদ’ স্লোগান দিতে দিন। ‘মিয়া’ শব্দটি বাংলাভাষী মুসলমানদের বোঝাতে ব্যবহৃত একটি স্ল্যাং। মুখ্যমন্ত্রী বলেন, “যখন নির্বাচন আসবে, আমি নিজেই তাদের অনুরোধ করব আমাদের ভোট না দেওয়ার জন্য। আপনি যখন পরিবার পরিকল্পনা অনুসরণ করবেন, বাল্যবিবাহ বন্ধ করবেন এবং মৌলবাদ ত্যাগ করবেন, তখন আপনারা আমাদের ভোট দেবেন।এগুলো শেষ করতে ১০ বছর সময় লাগবে। আমরা ১০ বছর পর ভোট চাইব, এখন নয়।তিনি বলেন, যারা তাঁর এবং বিজেপির পক্ষে ভোট দিয়েছেন তাদের দুই বা তিনটির বেশি সন্তান থাকা উচিত নয়, তাদের মেয়েদের স্কুলে পাঠাতে হবে, বাল্যবিবাহে লিপ্ত হতে হবে না এবং মৌলবাদ ত্যাগ করে সুফিবাদ গ্রহণ করতে হবে। শর্মা সাংবাদিকদের বলেন, “যখন এই শর্তগুলি পূরণ হবে, তখন আমি ভোট চাইতে আপনার সাথে ‘চরে’ যাব। বাংলাভাষী মুসলমানদের অধ্যুষিত অনেক চরে যথাযথ বিদ্যালয় নেই উল্লেখ করে তিনি বলেন, এ ধরনের এলাকায় বিদ্যালয়ের অস্তিত্ব না থাকার বিষয়ে তাকে অবহিত করা হলে তাৎক্ষণিকভাবে স্কুল স্থাপন করা হবে। “এটা হতে পারে না যে সংখ্যালঘু শিক্ষার্থীরা পড়াশোনার সুযোগ পাবে না। আগামী দিনে আমরা সংখ্যালঘু এলাকায় সাতটি কলেজ খুলব।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct