আপনজন ডেস্ক: ভারতকে ‘দুশমন দেশ’ বলে মন্তব্য করার পর থেকে বেশ তোপের মুখে আছেন পিসিবির ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান জাকা আশরাফ। এ মন্তব্যের পর থেকে ভারতীয়রা সামাজিক যোগাযোগমাধ্যমে ধুয়ে দিচ্ছে তাঁকে। এবার সেই তোপ থেকে বাঁচতে এবং সমালোচনার হাত থেকে রক্ষা পেতে নতুন করে বিবৃতি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
পিসিবি প্রধানের পক্ষ থেকে দেওয়া সেই বিবৃতিতে বিশ্বকাপ খেলতে ভারতে গিয়ে বাবর-রিজওয়ানদের উষ্ণ অভ্যর্থনা পাওয়ার বিষয়টি নিয়ে তাঁর উচ্ছ্বাসের কথা বলা হয়েছে। এমন অভ্যর্থনার জন্য জাকা আশরাফ ভারতীয়দের অভিনন্দনও জানিয়েছেন। পাশাপাশি তিনি ভারত-পাকিস্তানের লড়াই শত্রুতামূলক নয় বলেও মন্তব্য করেছেন।
পাকিস্তান দলকে দেওয়া অভ্যর্থনা নিয়ে সেই বিবৃতিতে বলা হয়েছে, ‘তিনি (জাকা আশরাফ) বলেছেন, পাকিস্তান দলকে ভারতে যেভাবে বরণ করে নেওয়া হয়েছে, তা প্রমাণ করে যে দুই দেশের মানুষ একে অপরের খেলোয়াড়দের কতটা ভালোবাসে। হায়দরাবাদ বিমানবন্দরে যেভাবে খেলোয়াড়দের বরণ করা হয়েছে, তা সেই ভালোবাসার প্রমাণই দেয়। এমন অভ্যর্থনার জন্য জাকা আশরাফ ভারতীয়দের অভিনন্দন জানাচ্ছেন।’
এরপর বিবৃতিতে দুশমন দেশের প্রসঙ্গও বলা হয়েছে, ‘যখনই ভারত-পাকিস্তান মাঠে পা রাখে, তখন তারা ঐতিহ্যগত প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হয়, শত্রু হিসেবে নয়। জাকা আশরাফ আশা করেন, বিশ্বকাপজুড়ে পাকিস্তানি ক্রিকেটাররা এমনই উষ্ণ আতিথেয়তা পাবে। ভারতীয় সমর্থকেরাও পাকিস্তানের কাছ থেকে তাদের সেরা ক্রিকেটটা দেখতে পাবে।’
এর আগে পাকিস্তানি ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তিতে ৩ শতাংশ লভ্যাংশ দেওয়ার বিষয়টি নিয়ে কথা বলার সময়ই ভারতকে দুশমন দেশ বলে মন্তব্য করেছিলেন জাকা আশরাফ। সে সময় তিনি বলেছিলেন, ‘নতুন চুক্তিতে আমরা খেলোয়াড়দের প্রতি ভালোবাসা দেখিয়েছি। আমি যতটা করেছি, আর কেউ খেলোয়াড়দের জন্য এত বাজেট বরাদ্দ করেনি। আমার উদ্দেশ্য হচ্ছে, খেলোয়াড়েরা যখন দুশমন দেশে (শত্রুদেশ) বা অন্য কোথাও খেলতে যাবে, তখন যেন তাদের মন বড় থাকে।’
জাকা আশরাফের এ বক্তব্য ভালোভাবে নিতে পারেনি ভারতীয়রা। টুইটারে ভারতীয় ক্রিকেটের অনেক সমর্থক ধুয়ে দিয়েছেন তাঁকে। সৌরভ মালহোত্রা নামের এক টুইটার ব্যবহারকারী জাকা আশরাফের বক্তব্যের ভিডিও শেয়ার করে লিখেছেন, ‘দুশমন দেশ—মনের কথা মুখে চলে এসেছে।’ আরেকজন লিখেছেন, ‘দুশমন দেশে খেলোয়াড়দের পাঠিয়েছ কেন? আমাদের থেকে শেখো, আমরা দুশমন দেশে খেলোয়াড়দের পাঠাই না। এর জন্য গোটা ভেন্যু বদলাতে হলে সেটাই করি। এত ক্ষমতা তোমাদের কি আছে?’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct