আজিজুর রহমান, গলসি: পথশ্রী প্রকল্পে রাস্তা নির্মাণ করে মানুষের দীর্ঘদিনের ভোগান্তি নিস্পত্তি করলো গলসি ২ পঞ্চায়েত সমিতি। গলসি ২ নং ব্লকের মসজিদপুর অঞ্চলে ভুঁড়ি গ্রামের ডাঙ্গা থেকে ইটারু হয়ে নবগ্রাম পর্যন্ত কমবেশি ২ কিমি ওই রাস্তার উদ্বোধন করা হল আজ। উদ্বোধন করেন, গলসি ২ পঞ্চায়েত সমিতির সভাপতি লিলি মোল্লা। তিনি জানিয়েছেন, দুটি ভাগে রাস্তাটি নির্মাণ করা হয়েছে। প্রথমে ভুঁড়ির ডাঙ্গা থেকে ইটারু আমতলা পর্যন্ত ঢালাই রাস্তা তারপর নবগ্রাম পর্যন্ত পিচের রাস্তা। যাতে ব্যায় হয়েছে ৫৯ লক্ষ টাকা। সমিতির ওই কাজে উপকৃত হয়েছেন এলাকার অসংখ্য মানুষ। জানাগেছে, এলাকার ভূঁড়ির ডাঙ্গা থেকে ইটারু হয়ে নবগ্রাম যাওয়ার এক কিমি রাস্তার বেহাল দশা ছিল। যা নিয়ে দীর্ঘদিন মানুষের ভোগান্তি ছিল চরমে। বর্ষাকালে বৃষ্টি হলেই ডাঁঙার মোড় থেকে বেশ কিছুটা রাস্তা জলে ডুবে যেত।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct