সম্পর্ক ও সম্মান
শেখ কামাল উদ্দীন
সম্পর্ক, নাকি সম্মান! কে মহীয়ান!
অর্থ, নাকি বল! কে বলো বলীয়ান!
রূপ, নাকি গুণ! কে হবে বিজয়ী!
হার, নাকি ভয়! কে হবে ধরাশায়ী!
বিদ্যা নাকি বুদ্ধি! কার জোর বেশি?
মাতা নাকি বউ! কাকে বড় ভালোবাসি!
কালো নাকি ফর্সা! কে বেশি দামী?
বাবা নাকি চাকর! কে হবে আসামী!
অন্তর নাকি বাহির! কে বেশি সুন্দর?
মেকি বন্ধু না শত্রু! কে হয় ধুরন্ধর?
চাকরী নাকি ব্যবসা! কিসে বেশি টাকা!
কলসি নাকি হাঁড়ি! কোনটা বেশি ফাঁকা?
দিন নাকি রাত! কখন বেশি ভয়?
ত্যাগ নাকি অর্জন? কিসে দেখি জয়!
প্রেম নাকি ঘৃণা! কিসে করি উল্লাস!
জোর কার বেশি? ঝড় না মৃদু বাতাস!
শীত নাকি বসন্ত? কিসে বেশি আরাম?
বৈধ না’হলে অবৈধ! হালাল হয় হারাম।
ছাত্র নাকি শিক্ষক! বেশি কার দরকার!
নেতা নাকি মানুষ! ভাববে না সরকার?
ভোট নাকি জোট? নাকি শুধু ঘোঁট!
জিততে হবে তাই, ছোট শুধু ছোট।
মা, নাকি মাসি। কার যে দরদ বেশি!
আবেগ নাকি যুক্তি! কাকে ভালোবাসি?
সাদা নাকি কালো? কোনটা বেশি ভালো!
জ্যোৎস্না নয়, তোমার চোখের আলো।
পুরুষ, নাকি নারী! কে বেশি জরুরি?
শুভ সংসারে উভয়েই সমান দরকারি।
আসল কথা তবে কোনটা? চিরন্তন।
সবচেয়ে হয় ভালো, ঘটেনা অঘটন?
মিছে সম্পর্ক, না যদি থাকে তাতে সম্মান!
সত্যি প্রেমে সম্পর্ক সম্মান সমান সমান।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct