যদি ফেরে বিক্রম প্রজ্ঞান
শিবশঙ্কর দাস
ধর তোর বাড়ির উঠোনের এই কোণে
যদি নামে চন্দ্রযান বিক্রম এইখানে
যদি বলে, চাঁদের বুড়ির খবর এনেছি
তখন তুই কী করবি ভেবে দেখেছিস?
মনে কর প্রজ্ঞান নেমে এসে সটান
বিক্রমের পেট থেকে আলো করে উঠান
চুপি চুপি বলে কিছু তোর কানে কানে
তুই কি একটুও বুঝবি সে কথার মানে?
আমি কিন্তু ভেবে ফেলেছি এক নিমেষে
যদি বিক্রম প্রজ্ঞান চাঁদ থেকে ফিরে আসে
বলব, বলো, এখনো কি বুড়ি চরকা কাটে?
হাত ব্যথা হয় না? চোখ হয়নি ঘোলাটে ?
তিলের নাড়ু মোয়া টোয়া কিছু এনেছো কি?
নাকি শুধুই এনেছ ধাতব মৌল গয়নাগাটি।
ওসব রাখো তোমার ঐ বিজ্ঞানীদের জন্য
আমাকে শোনাও শুধু ঐ চাঁদবুড়ির গল্প অনোন্য।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct