এম মেহেদী সানি, বনগাঁ: কেন্দ্ৰীয় সরকারের এমজিএনআরইজিএ-র আওতায় একশো দিনের কাজে রাজ্যের পাওনা আটকে রাখার কেন্দ্রের সিদ্ধান্তের বিরুদ্ধে ও আবাস যোজনার টাকা আদায়ের দাবিতে দিল্লিতে ৩ অক্টোবর প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছিল তৃণমূল কংগ্রেস। কিন্তু বিভিন্ন ভাবে কেন্দ্রীয় সরকার তৃণমূলের প্রতিবাদেকে রুখে দেওয়ার চেষ্টা করছে বলেও তৃণমূলের তরফে অভিযোগ করা হয়েছে ৷ ইতিমধ্যেই এ রাজ্য থেকে তৃণমূল সমর্থকদের নিয়ে দিল্লি যাওয়ার জন্য তৃণমূল কংগ্রেসের তরফ থেকে পূর্ব রেলের কাছে বিশেষ ট্রেনের ব্যবস্থা করতে যে আর্জি জানানো হয়েছিল তা খারিজ করে আইআরসিটিসি শুক্রবার জানিয়ে দিল তাদের পক্ষে বিশেষ ট্রেন দেওয়া সম্ভব হচ্ছে না । কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন রেল তৃণমূল কংগ্রেসকে এই ট্রেন না দেওয়ায় রাজনৈতক প্রতিহিংসার অভিযোগ তুললেছে তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় । আর একই অভিযোগে শনিবার বনগাঁ জেলা তৃণমূল কার্যালয়ে সাংবাদিক সন্মেলন করে বিজেপি এবং কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হলেন বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি ও বিধায়ক বিশ্বজিৎ দাস ৷ তিনি বলেন, ‘একুশে জুলাই এর মঞ্চ থেকে ঘোষণা করা হয়েছিল ১০০ দিনের কাজের বকেয়া টাকার দাবিতে দিল্লিতে গিয়ে গণ আন্দোলন করবে ১০০ দিনের কাজের শ্রমিকরা । সেই মতো বিশেষ ট্রেন বুক করা হয়েছিল, কিন্তু ট্রেন ছাড়ার আগের দিনই সেই ট্রেনের অনুমোদন বাতিল করা হয় রেলের পক্ষ থেকে । এই বিশেষ ট্রেনের অনুমোদন বাতিল করে বিজেপি প্রমাণ করলো তারা সাধারণ মানুষের এই গণ আন্দোলনকে ভয় পেয়েছে ।’ কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কড়া সমালোচনা করে বিশ্বজিৎ আরও বলেন, ‘দিল্লিতে ১ লক্ষ লোকের শিবিরের অনুমতি প্রত্যাখ্যান করেছে, কৃষি ভবনের সামনে আন্দোলনের অনুমতি প্রত্যাখ্যান করেছে এবং পঞ্চায়েত মন্ত্রীর বাড়ির সামনে আন্দোলনের অনুমতি প্রত্যাখ্যান করেছে কেন্দ্রীয় সরকার, ওরা গরিবের কণ্ঠ রোধ করার চেষ্টা করছে, তবে আমাদের আন্দোলন চলবে ৷ স্বৈরাচারী মোদি সরকারের রাজনৈতক প্রতিহিংসার প্রতিবাদ জানাতে এই সাংবাদিক সম্মেলন ।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct