সেখ রিয়াজুদ্দিন, বীরভূম, আপনজন: “পরিচ্ছন্নতায় পরিচয়, যত্রতত্র আবর্জনা নয়”- এই স্লোগানকে সামনে রেখে বীরভূম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের উদ্যোগে জেলার রামপুরহাট ও নলহাটি এলাকার কয়েকটি স্কুলে এবং হোমে স্বচ্ছ ভারত দিবস উপলক্ষে সচেতনতা শিবিরের আয়োজন করা হয় বিদ্যালয় কতৃপক্ষের সহযোগিতায়। এদিন রামপুরহাট একুশপাড়া নিকেতনের একটি মহিলা হোমে স্বচ্ছ ভারত দিবস সম্পর্কে আলোচনা শিবিরের আয়োজন করা হয়। সেখানে স্বচ্ছ দিবস কি এবং আমাদের জীবনে তার গুরুত্বই বা কতখানি এইসব বিষয়ের উপর আলোকপাত করা হয়। অনুরূপ কুন্ডলা সত্যানন্দ বয়েজ স্কুলেও একটা শিবির অনুষ্ঠিত হয় । সেখানে মূলত ১৮ বছরের নিচে বাচ্চারা থাকে, তাদের কাছে আজকের স্বচ্ছ ভারত দিবসের তাৎপর্য তুলে ধরেন । এরপর নলহাটি এলাকার মিত্রপুর হাই স্কুলের পড়ুয়াদের নিয়ে স্বচ্ছ দিবস উপলক্ষে একটি অন্য ধরনের শিবিরের আয়োজন করা হয় । সেখানে মূল আকর্ষণ ছিল কচিকাঁচাদের বসে আঁকো প্রতিযোগিতা। বিষয় ছিল “স্বচ্ছ ভারত দিবস” । শিবিরে উপস্থিত ছিলেন বীরভূম জেলা ডি এল এস এ অর্থাৎ ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটির সেক্রেটারি সুপর্ণা রায় সহ অন্যান্য পি এল ভি ও হোম বা স্কুলের কর্তৃপক্ষ। আজকের কর্মসূচি সম্পর্কে একান্ত সাক্ষাৎকারে বিস্তারিত জানালেন ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটির সেক্রেটারি সুপর্ণা রায়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct