সেখ মহম্মদ ইমরান, কেশপুর, আপনজন: পশ্চিমবঙ্গে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে। সবচেয়ে বেশি উদ্বেগ ছড়িয়ে পড়েছে গ্রামাঞ্চলে। মশাবাহিত এই রোগের সংক্রমণ কমিয়ে আনতে তাই কঠোর পদক্ষেপ নিয়েছে প্রশাসন। বিভিন্ন এলাকায় চলছে সচেতনতার প্রচার। শুক্রবার কেশপুর ব্লকের আমড়াকুচি অঞ্চলের চড়কাতে হলো ডেঙ্গু নিয়ে সচেতনতা রালী। এদিন চড়কা গ্রামে বিদ্যালয়ের ছাত্রছাত্রী, আইসিডিএস কর্মী, আশা কর্মী, স্বাস্থ্যকর্মী, বিদ্যালয় শিক্ষক শিক্ষিকাদের নিয়ে ডেঙ্গি সচেতনা মিছিল হয়। এছাড়াও স্বচ্ছতায় সেবা বিষয়ে এলাকা পরিষ্কার করা হয় এদিন। উপস্থিত ছিলেন কেশপুর বিডিও দীপক ঘোষ , জয়েন্ট বিডিও প্রসেনজিৎ নন্দী, কেশপুর বি এম ও এইচ শিবনাথ ঘোষ, আমড়াকুচি গ্রাম পঞ্চায়েত আধিকারিক সেখ নজরুল ইসলাম, প্রধান মরফিয়া বিবি সহ অন্যান্যরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct