আপনজন ডেস্ক: ত্বকের লক্ষণ দেখে কি বোঝা সম্ভব আপনার রক্তে কোলেস্টেরলের মাত্রা বেড়েছে? অবশ্যই সম্ভব। শরীর আলাদা আলাদা ভাগে কাজ করে কিন্তু পুরোটিই একটি সমন্বিত প্রক্রিয়া। তাই ত্বকের লক্ষণ দেখলেও আপনার স্বাস্থ্যের অনেক বিষয় বোঝা যায়। কিন্তু কি কি লক্ষণ দেখলে বুঝবেন আপনার হাই কোলেস্টেরল রয়েছে? চলুন জেনে নেই:
চোখের নিচে ঘামাচির মতো উপসর্গ: আপনার চোখের পাতার নিচের দিকের ত্বকে ঘামাচির মতো কুড়ি দেখা দিলে বুঝতে হবে রক্তে কোলেস্টেরল বেড়েছে। নরম কুড়িগুলো আঙুলের স্পর্শে শক্ত মনে হয়। আর স্পর্শ করলে ব্যথা হয় না। এই কুড়ি আপনার কপাল, ঘাড়েও হতে পারে।
মুখের ভেতর চুলকোনি: অনেক সময় মুখের ভেতরের অংশে চুলকোনিভাব বা র্যাশ দেখা দেয়। এটিও রক্তে কোলেস্টেরল মাত্রা বাড়তি রয়েছে সে ইঙ্গিত দেয়।
কর্নিয়ার চারদিকে সাদা দাগ: চোখের কর্নিয়ার চারপাশে যখন সাদা দাগ স্পষ্ট হয়ে উঠতে শুরু করে তখন তা রক্তে হাই কোলেস্টেরল মাত্রা নির্দেশ করে।
সোরিয়াসিস: সোরিয়াসিস একটি সাধারণ ত্বকের সমস্যা। এই সমস্যা হলে ত্বকে খাঁজ খাঁজ দাগ দেখা দিতে শুরু করে। ত্বক লালচে দেখায় ও কোথাও কোথাও চুলকোনি বাড়ে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct