সুব্রত রায়, কলকাতা, আপনজন: বিকল্প পথেই শনিবার বাংলার মানুষদের নিয়ে দিল্লির পথে রওনা হবে তৃণমূল। সবাইকে দিল্লি নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হবে। কোনভাবেই এই আন্দোলন রুখতে পারবে না। হকের দাবি থেকে গরিব মানুষদের বঞ্চিত করা হচ্ছে। তৃণমূলের কর্মসূচির দিনেই ইডি অফিসে আমাকে ডাকা হচ্ছে। শুক্রবার সন্ধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দিল্লিতে আন্দোলনে যোগ দিতে আসা জব কার্ড হোল্ডার দের সঙ্গে সাক্ষাতের পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই মন্তব্য করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, এটা মানুষের লড়াই। আড়াই মাস আগে থেকে কর্মসূচি নেওয়া হয়েছিল । হকের দাবি থেকে গরিব মানুষকে বঞ্চিত করার চেষ্টা হচ্ছে। ৫০ লক্ষ মানুষের চিঠি দিল্লিতে পৌঁছে গিয়েছে। বাংলায় হেরে গিয়েছে বলে বিজেপি টাকা আটকে দিয়েছে। মানুষের মাথার উপর ছাদের ছাদ তৈরি টাকা পাচ্ছে না ১০০ দিনের কাজের টাকা পাচ্ছে না অথচ উপরাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এদের নতুন বাড়ি তৈরি হচ্ছে। কোটি কোটি টাকা খরচ করে নতুন সংসদ ভবন তৈরি করা হয়েছে। এই ধরনের রাজনীতি করতে গিয়ে বিজেপির ভোট বাক্সে ব্যবধান বাড়ছে। ২০২৪ সালে ও বিজেপির ভোট বাক্সে ব্যবধান বাড়বে। মানুষের প্রতি এই বঞ্চনার জবাব বাংলার জনগণ ভোট বাক্সে দেবে। অভিষেক আরো বলেন,দুর্নীতি হয়ে থাকলে যথাযথ ব্যবস্থা নিন। এটা মানুষের লড়াই অধিকারের লড়াই ।বাংলার কণ্ঠস্বর দিল্লিতে পৌছবেই ।গরিব মানুষের জন্য ট্রেন বন্ধ করে দিয়ে এই কর্মসূচি রোখা যাবে না। বাংলার মানুষকে ভয় পেয়ে ট্রেন বাতিল করে দিয়েছে বিজেপি। সেপ্টেম্বর মাসে আমরা রেলকে কুড়িটি বগির জন্য আবেদন জানিয়েছিলাম। অথচ যেদিন দিল্লি রওনা দেওয়ার কথা তার আগেরদিন সন্ধ্যেবেলা মেইল করে যে টাকা জমা নিয়েছিল তা ফেরত দেওয়া হবে বলে এ রেলের পক্ষ থেকে জানানো হলো। কিন্তু আমরা বিকল্প যাওয়ার ব্যবস্থা তৈরি করেছি। অভিষেক কেন্দ্রীয় এজেন্সিকে লক্ষ্য করে বলেন,বেছে বেছে কেন আমাকে তিন অক্টোবর ইডি অফিসে ডাকা হচ্ছে? তিন তারিখ ছাড়া অন্য কোন দিন ডাকা হচ্ছে না কেন? কর্মসূচিকে বানচাল করতেই ইডি অফিসে ডাকা হচ্ছে। তদন্তের জন্য নয়। হকের দাবি থেকে গরিব মানুষদের বঞ্চিত করা হচ্ছে। ভারতবর্ষে ইতিহাসের কথা উল্লেখ করে অভিষেকের পাল্টা চ্যালেঞ্জ পারলে আটকে দেখান বাংলা আগামী দিন আন্দোলনের পথ দেখাবে।অভিষেক জানান,কিছুক্ষণ আগে মাননীয় কেন্দ্রীয় মন্ত্রী গিরীরাজজীর দপ্তর থেকে জানানো হয়েছে, তিনি মঙ্গলবার দপ্তরে থাকবেন না। এর আগে রামলীলা ময়দানে আমাদের সমাবেশ করতে দিল না। কৃষি দপ্তরের ভবনের বাইরে সমাবেশ করতে অনুমতি চেয়েছিলাম তা দিল না। মনে রাখতে হবে এই লড়াই ভোটের লড়াই নয়, এই লড়াই মানুষের অধিকারের লড়াই।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct