আপনজন ডেস্ক: সোমালিয়ার রাজধানীতে একটি চায়ের দোকানে স্থানীয় সময় শুক্রবার বিকেলে এক আত্মঘাতী বোমা হামলাকারী বিস্ফোরণ ঘটায়। এতে অন্তত সাতজন নিহত এবং ছয়জন আহত হয়েছে বলে একজন প্রত্যক্ষদর্শী, পুলিশ ও চিকিৎসাকর্মীরা জানিয়েছেন। প্রত্যক্ষদর্শী জানান, দোকানটি সংসদ ও প্রেসিডেন্টের কার্যালয়ের দিকে যাওয়ার রাস্তার একটি চেকপয়েন্টে অবস্থিত। সেখানেই বিস্ফোরণটি ঘটে। দোকানটিতে ঘন ঘন সেনারা যান।পুলিশের মুখপাত্র সাদিক আলি বলেছেন, বিস্ফোরণে পাঁচজন নিহত এবং ছয়জন আহত হয়েছে। বোমা হামলাকারী আল-কায়েদার সংশ্লিষ্ট আল শাবাবের সদস্য।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct