আপনজন ডেস্ক: নাগর্নো-কারাবাখের একটি জ্বালানি ডিপোতে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ১৭০ জনে দাঁড়িয়েছে, আর্মেনপ্রেস নিউজ এজেন্সি শুক্রবার বিচ্ছিন্ন অঞ্চলের স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে। এর আগে আজারবাইজানের নাগর্নো-কারাবাখের একটি জ্বালানি ডিপোতে বিস্ফোরণে ২০ জন নিহত এবং শতাধিক আহত হওয়ার কথা বলেছিল স্থানীয় আর্মেনীয় কর্তৃপক্ষ। এ ঘটনায় প্রায় ৩০০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানানো হয়েছিল। তাদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর ছিল।এরপর গত মঙ্গলবার সন্ধ্যায় কারাবাখ কর্তৃপক্ষ ৬৮ জন নিহত হওয়ার ঘোষণা দিয়েছিল। পরে মৃতের সংখ্যা দ্রুত বেড়ে যায়। বিস্ফোরণস্থলে উদ্ধারকাজ অব্যাহত রয়েছে। স্টেপানাকার্টের প্রধান শহরে স্থানীয় সময় গত সোমবার সন্ধ্যায় কী কারণে এই বিস্ফোরণ ঘটেছে তা এখনো স্পষ্ট নয়।জ্বালানির গুদামে বিস্ফোরণটি ঘটে। গত সপ্তাহে আজারবাইজানের নাগর্নো-কারাবাখ দখলের পর থেকে ইয়েরেভানে আর্মেনীয় সরকার যুদ্ধের ফলে গৃহহীনদের সরিয়ে নেওয়ার পরিকল্পনা ঘোষণা করে। এরপর হাজার হাজার মানুষ এলাকা ছেড়ে চলে গেছে। গতকাল শুক্রবার সকাল পর্যন্ত এক লাখ ২০ হাজার জাতিগত আর্মেনীয়র মধ্যে ৮৫ হাজার ৭০০ জনের বেশি মানুষ নাগর্নো-কারাবাখ ছেড়ে আর্মেনিয়ায় প্রবেশ করেছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct