দেবাশীষ পাল, মালদা, আপনজন: মহানন্দা ব্রিজ থেকে ঝাঁপ দিল এক নাবালিকার। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে মালদহের ইংরেজ বাজার থানার মহানন্দা ব্রিজ এলাকায়। স্থানীয় বাসিন্দারা জানান, এদিন দুপুরে ব্রিজের উপরে ১৪ থেকে ১৫ বছর বয়সি এক নাবালিকাকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এরপর হঠাৎ ই ব্রিজের ওপর জুতো খুলে মহানন্দা ব্রিজ থেকে নদীতে ঝাঁপ দেয় ওই নাবালিকা। খবর জানাজানি হতেই এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এদিকে ভরা বর্ষায় মহানন্দা নদীর জল ফুলে ফেঁপে থাকাই মুহূর্তের মধ্যে তলিয়ে যায় ওই নাবালিকা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মালদা এবং ইংলিশ থানার পুলিশ। ওই নাবালিকার খোঁজে শুরু হয়েছে তল্লাশি। তবে এখনো ওই নাবালিকার দেহ উদ্ধার করা সম্ভব হয়নি। তবে কি কারণে ওই নাবালিকা ঝাঁপ দিয়েছে তাও এখনো জানা যায়নি। পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct