আপনজন ডেস্ক: হরিয়ানার নূহ-এর অতিরিক্ত দায়রা আদালত নূহ দাঙ্গায় গ্রেফতার হওয়া আরিফ শামীমের জামিনের আবেদন মঞ্জুর করেছে এবং অভিযুক্তকে ৫০,০০০ টাকার বন্ডে মুক্তি দেওয়ার আদেশ জারি করেছে। অভিযুক্ত আরিফ শামীমের বিরুদ্ধে পুলিশ ১ আগস্ট এফআইআরটি নথিভুক্ত করেছিল। জমিয়ত উলামা হিন্দের সভাপতি মাওলানা আরশাদ মাদানীর নির্দেশে অভিযুক্ত আরিফ শামীমকে আইনি সহায়তা দেওয়া হয়েছিল। এর আগে জমিয়ত উলামা হিন্দ লিগ্যাল এইড কমিটির মাধ্যমে মুকিম আলম ও ফারুকের জামিন মঞ্জুর করা হয়েছিল। আসামি আরিফ শামীম ফারুকের জামিনের আবেদন করেন আইনজীবী শওকত আলী ও আইনজীবী নাজিদ খান। দায়রা আদালতের বিচারক সন্দীপ কুমার দাগলের সামনে জামিন আবেদনের শুনানিকালে আইনজীবী শওকত আলী বলেন, আসামিকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। দুর্ঘটনাস্থলে আসামিদের উপস্থিতি ছিল না। কোন ভিডিও বা ছবি মেলেনি। অভিযুক্তর নাম অন্য অভিযুক্তের জবানবন্দিতে উল্লেখের পর পুলিশ তাকে গ্রেফতার করে। উভয়পক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে আদালত আসামিদের জামিনে মুক্তির আদেশ দেয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct