আপনজন ডেস্ক: পশ্চিমবঙ্গে প্রাথমিক শিক্ষক নিয়োগ কেলেঙ্কারির তদন্তে থাকা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) সহকারী পরিচালক মিথিলেশ কুমার মিশ্রকে অবিলম্বে অপসারণের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আদালত বলেছে, আগের শুনানিতে হাজিরা দেওয়ার সময় মিশ্রের প্রশ্নের উত্তরে তারা অসন্তুষ্ট ছিল। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের ডিরেক্টরকে নির্দেশ দেওয়া হয়েছে মিথিলেশ কুমার মিশ্রকে যে কাজ দেওয়া হয়েছে, তা অবিলম্বে অন্য কোনও যোগ্য আধিকারিকের হাতে তুলে দিতে। আদালত নির্দেশ দিয়েছে যে মিশ্রকে বর্তমান মামলার তদন্ত থেকে অব্যাহতি দেওয়া হোক। বিচারপতি সিনহা বলেন, ইডি ডিরেক্টরকে মিশ্রকে অন্য কোনও মামলায় যুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছিল, “তবে ওই অফিসারকে পশ্চিমবঙ্গ রাজ্যে উদ্ভূত কোনও মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হবে না। এই কেলেঙ্কারির তদন্তে তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আগামী ৩ অক্টোবর হাজিরা দিতে তলব করেছিলেন মিশ্র, যিনি ‘লিপস অ্যান্ড বাউন্ডস’ সংস্থার সিইও। সেই বিষয়েও কারও নাম না করে বিচারপতির নির্দেশ, ৩ অক্টোবর যে সমন পাঠানো হয়েছে, তা যেন কোনওভাবেই নড়চড় না হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct