বিশেষ প্রতিনিধি, কলকাতা, আপনজন : কলকাতা পুরসভার 141 নম্বর ওয়ার্ডে অবস্থিত সাতঘরা হাই মাদ্রাসায় (উচ্চ মাধ্যমিক) গত বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর ভাব গম্ভীর পরিবেশে দুই শিক্ষক মাওলানা আব্দুল হামিদ এবং শফিউল হক সাহেবের বিদায় সংবর্ধনা এবং নবী দিবস যথা যোগ্য মর্যাদায় পালিত হয়। এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের সভাপতি অধ্যাপক ড. আবু তাহের কামরুদ্দীন বলেন, হযরত মুহাম্মদ সাঃ বিশ্বের কাছে নিদর্শন স্বরূপ এসেছিলেন। তিনি যে পথ আমাদেরকে দেখিয়ে গেছেন সেই পথে সমগ্র বিশ্বে শান্তি ও সংহতি প্রতিষ্ঠিত হতে পারে। হযরত মুহাম্মদ সাঃ শুধুমাত্র ধর্ম প্রচার সীমাবদ্ধ ছিলেন না সামাজিক ক্ষেত্রে রাজনৈতিক ক্ষেত্রে এবং সমাজকল্যাণের জন্য যা যা করা দরকার তিনি তার জীবন দিয়ে সেটা প্রতিষ্ঠা করে গেছেন। তিনি একাধিক তথ্য উদাহরণ পেশ করে নবীজির আদর্শ মূল্যবোধের কথা তিনি বলেন।এদিনের অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত মাদ্রাসা পর্ষদের সদস্য তথা পশ্চিমবঙ্গ তৃণমূল টিচার্স এসোসিয়েশনের রাজ্য সভাপতি জনাব একেএম ফারহাদ বলেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু ওয়া সাল্লাম ছিলেন মানবতার মূর্ত প্রতীক। তিনি ছিলেন আদর্শ শিক্ষক। বিশ্ববাসীর কাছে তিনি একজন শিক্ষক হিসাবে যে মূল্যবোধ নীতিবোধ এবং সংহতি শান্তি সম্প্রীতির বার্তা দিয়ে গেছেন তা এক কথায় অনবদ্য এবং প্রশংসনীয়।নবীজি একজন শিক্ষক হিসাবে বিশ্ববাসীর কাছে যে নজির তৈরি করে গেছেন তা যদি সঠিক অর্থে বাস্তবায়িত হয়। তাহলে সমগ্র বিশ্বে শান্তি সংহতি ফিরে আসবে এবং কোন অশান্তি থাকবে না।বিশিষ্ট শিক্ষা আধিকারিক কলকাতা জেলার এ আই জনাব কবিরুল ইসলাম বলেন, ইসলাম ধর্ম এবং নবীজির প্রথম বার্তা ছিল শিক্ষা। আমাদের সমাজকে বেশি বেশি করে শিক্ষার উপর জোর দিতে হবে। শিক্ষাকে সঠিকভাবে আত্মস্থ করতে পারলে সমাজের উন্নয়ন কেউ আটকে রাখতে পারবে না আমাদের নবী এই বার্তাটা দিয়ে গেছেন।
এদিনের সভার সম্মানীয় অতিথি আমানত ফাউন্ডেশন ট্রাস্টের চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবী জনাব মুহা শাহ আলম বলেন, নবুয়ত প্রাপ্তির পর আমাদের নবী সাঃ তিনি প্রতিটা পদক্ষেপে যেভাবে মানবতার জন্য কাজ করে গেছেন এক কথায় অনুকরণীয়। তিনি এদিন বলেন নবীজি মুসলিম মেয়েদেরকে সমান অধিকারের ব্যবস্থা করে গেছেন । যে পরিবারে তিনটি মেয়ে সন্তান রয়েছে সেই পরিবারের আল্লাহর রহমত বর্ষিত হবে এটা নবীর বার্তা। একই সঙ্গে তিনি বলেন মেয়েদেরকে এতটাই মর্যাদা দেওয়া হয়েছে ইসলামে বলা হচ্ছে সেই পুরুষে উত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম।একই সঙ্গে মুহা শাহ আলম এও বলেন যে নবীজিকে জানতে হলে কোরআনকে ভালোভাবে আত্মস্থ করতে হবে। কোরআন লেখা হয়েছে আরবি ভাষায় তার বাংলা অনুবাদ পড়তে হবে উপলব্ধি করতে হবে। কোরআনের ভাষাকে কোরআনের নির্দেশকে। সেজন্য কোরআন বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে শাহ আলম সাহেব বলেন।মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সেখ ইবাদুল ইসলাম বলেন, আজ নবী দিবস পালনের পাশাপাশি আমরা দুই শিক্ষকের বিদায় অনুষ্ঠানের আয়োজন করেছি। মাওলানা আব্দুল হামিদ সাহেব দু বছর আগে অবসর নিলেও লকডাউন থাকার কারণে তাকে বিদায় সংবর্ধনা দেওয়া যায়নি আর ৩০ শে সেপ্টেম্বর অবসর নেবেন মাদ্রাসার ইতিহাসের শিক্ষক শেখ শফিউল হক সাহেব। এই দুই শিক্ষকই ছিলেন এই মাদ্রাসার সম্পদ। মাদ্রাসা অন্ত প্রাণ এই দুই শিক্ষককে বিদায় জানাতে আমরা কুন্ঠাবোধ করলেও সরকারি নিয়মে তাদেরকে বিদায় জানাতে হচ্ছে এতে আমাদের প্রতিষ্ঠানের যে ক্ষতি হলো তা আগামী দিনে পূরণ হওয়ার নয় আব্দুল হামিদ সাহেব এবং শফিউল হক সাহেব সত্যিকার অর্থে আদর্শ শিক্ষক ছিলেন।মাদ্রাসার সম্পাদক সেখ নূরনবী বলেন, আমরা প্রতিবছর নবী দিবস পালন করে থাকি। মাঝের কয়েকটি বছর লকডাউন থাকার কারণে তা পালন করা যায়নি এবার বড় করে পালন করা হচ্ছে একই সঙ্গে দুই শিক্ষকের বিদায়ী অনুষ্ঠানও হয়েছে। এই দুই শিক্ষক আমাদের মাদ্রাসার গর্ব ছিলেন আদর্শ শিক্ষক ছিলেন নবী দিবসের দিনে তাদের বিদায় জানাতে গিয়ে আমাদের অশ্রু সজল হয়ে উঠেছে।এদিনের সভার আকর্ষণীয় বিষয় ছিল মাদ্রাসার ছেলেমেয়েদের মধ্যে কেরাত গজল এবং বক্তৃতা প্রতিযোগিতা। মাদ্রাসার ছেলেমেয়েরা এ বছর এত সুন্দর কেরাত গজল এবং বক্তৃতা দিয়েছেন বাংলা উর্দু এবং ইংরেজিতে যা এক কথায় অভিনব। সবাই ভালো করেছে এদের মধ্য থেকে প্রতিটি বিভাগের চারজন স্থানাধিকারীকে কোরআন শরীফ তুলে দেন বিশিষ্ট সমাজসেবী মুহা শাহ আলম এবং বিশিষ্ট শিক্ষক ও সমাজ কর্মী জনাব আব্দুল ওহাব।অন্যান্যদের মধ্যে এদিনের সভায় উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষক সেখ মনিরুদ্দিন, কুতুবউদ্দিন মোল্লা, আনিছ আলী শেখ, মিনার সেখ সিরাজুল ইসলাম, শিক্ষিকা তানজিলা আফরীন, সংখ্যালঘু দফতরের নোডাল অফিসার আশানুর মল্লিক, তথ্য সংস্কৃতি দফতরের সাব এডিটর সেখ আব্দুল হামিদ, মাদ্রাসা পরিচালন সমিতির সভাপতি, গোলাপ রহমান, সহ-সভাপতি শাহজাদি মেহতাব প্রমুখ। এদিনের সভায় সভাপতিত্ব করেন সাতঘরা হাই মাদ্রাসার প্রতিষ্ঠাতা জনাব শেখ তৈয়ব আলী। সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালনা করেন শিক্ষক ওলিউল ইসলাম এবং সেখ ইবাদুল ইসলাম।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct