আপনজন ডেস্ক: মেয়ের বিয়ের জন্য ব্যাঙ্কের লকারে ১৮ লাখ টাকা রেখে এসেছিলেন এক মহিলা। যাতে সেই টাকা সুরক্ষিত থাকে। কিন্তু এখন তিনি লকার খুলে দেখেন, তার সেই টাকা খেয়ে নিয়েছে উইপোকা। ঘটনা সামনে আসার পরই মাথায় বাজ পড়েছে উত্তরপ্রদেশের অলকা পাঠকের। ব্যাংক কর্তপক্ষেরও মাথায় হাত, কী করে ঘটল এমন ঘটনা? উত্তরপ্রদেশের মোরাদাবাদের অলকা পাঠক গত বছরের অক্টোবরে তার সারা জীবনের সঞ্চয় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে রেখে এসেছিলেন। টাকার সঙ্গে গয়নাও রেখেছিলেন লকারে। সময়মতো ওই টাকা এবং গয়না আনতে পারবেন এমনই ভরসা ছিল ওই মহিলার।কিন্তু বছর ঘুরতেই নিয়ম অনুযায়ী কেওয়াইসি আপডেট করার জন্য ওই মহিলাকে ব্যাংক থেকে ডেকে পাঠানো হয়। সোমবার ব্যাংকে কেওয়াইসি জমা দিতে যান অলকা। এরপর নিজের গচ্ছিত সম্পদ ঠিক আছে কি না তা দেখার জন্য লকার খোলেন। কিন্তু টাকার বান্ডিল দেখতে পাননি তিনি। দেখতে পান লকারের ভেতর কিলবিল করছে উইপোকা। তখন অলকার আর বুঝতে বাকি থাকেনি, কী সর্বনাশ হয়ে গেছে।তিনি জানান, বড় মেয়ের বিয়ের সময় বেশ কিছু টাকা পেয়েছিলেন। এ ছাড়া একটা ছোট ব্যবসা রয়েছে তার। পাশাপাশি গৃহশিক্ষকতাও করেন। সেখান থেকে অর্জিত টাকাও ছোট মেয়ের বিয়ের জন্য জমাচ্ছিলেন। লকারে যে টাকা রাখা যায় না, সেটা তিনি জানতেন না। ব্যাংক ম্যানেজার জানিয়েছেন, ঊধ্বর্তন কর্তপক্ষকে এ বিষয়ে চিঠি পাঠানো হয়েছে। যদি সেখান থেকে কিছু ব্যবস্থা করা যায়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct