সেখ রিয়াজুদ্দিন, বীরভূম, আপনজন: বৃহস্পতিবার ছিল বিশ্ব নবী দিবস। ইসলাম সম্প্রদায়ের মানুষ এই দিনটিকে নবী দিবস বা ঈদ ই মিলাদুন্নবী হিসেবে পালন করেন। ইসলামি ক্যালেন্ডার বা হিজরি ক্যালেন্ডার অনুসারে ১২ই রবিউল আওয়াল তারিখটি ঈদ ই মিলাদুন্নবী হিসেবে পালিত হয়। ৫৭০ খ্রিষ্টাব্দের এই দিনেই মক্কায় জন্ম গ্রহন করেছিলেন হজরত মুহাম্মদ (সাঃ) ।সেই উপলক্ষে আজ বিশ্বের বিভিন্ন স্থানের পাশাপাশি বীরভূম জেলার বিভিন্ন স্থানে যথাযোগ্য মর্যাদা সহকারে দিনটি পালন করা হয়।খয়রাসোল ব্লক এলাকার লোকপুর, খয়রাসোল, কাঁকরতলা থানার মুসলিম অধ্যুষিত গ্রাম থেকে ট্যাবলো সহ শোভাযাত্রা বের হয়। এছাড়াও ইসলামিক ক্যুইজ, কোরান তেলাওয়াত, মিলাদ মেহেফিল, মাজার শরীফ জিয়ারত ইত্যাদি কর্মসূচি পালিত হয়। এদিন রাজায়ে মোস্তফা লোকপুর থানা কমিটির উদ্যোগে এলাকার বিভিন্ন গ্রাম থেকে আগত শোভাযাত্রাটি স্থানীয় খন্নি গ্রামে বিরাজমান হজরত সৈয়দ শাহতাজ ওলীর মাজার শরীফ প্রাঙ্গণে জমায়েত হন। বিশ্ব শান্তির উদ্দেশ্যে দোয়া খায়ের করা হয়।অন্যদিকে কাঁকরতলা থানার বড়রা ডাঙ্গালপাড়ার মাদ্রাসা জামিয়া গৌশিয়া থেকে শোভাযাত্রা বের হয়ে বড়রা গ্রাম পরিক্রমা করে। তারপর বড়রা ডাঙ্গালপাড়া জামা মসজিদ প্রাঙ্গণে প্রায় তিন হাজার জনকে সিন্নি হিসেবে খিচুড়ি খাওয়ানো হয়।
এখানে উপস্থিত ছিলেন জামিয়া গৌশিয়া আসরফিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক কারী মৌলানা নেইমুদ্দি, ডাঙ্গালপাড়া মসজিদের ইমাম হাফেজ কারী কামরুদ্দীন প্রমুখ।অনুরূপ পাড়ুই থানার খুষ্টিগিরী দরগাহ শরীফে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহো আলায়হে ওয়া সাল্লামের আবির্ভাব দিবস মহাসমারোহে উদযাপিত হলো। সকাল দিকে পাড়ুই অঞ্চলের হাজার-হাজার নবী প্রেমিক মোটরসাইকেল, টোটো, চার চাকা গাড়ি সহযোগে ঈদ মিলাদুন্নবীর জুলুশে অংশগ্রহণ করেন। জলুশে স্থানীয় এলাকা ছাড়াও রাজ্যের এবং ঝাড়খণ্ডের বিভিন্ন জেলা থেকেও হজরত সাঈয়েদেনা শাহ আব্দুল্লাহ কেরমানী রহ-এর ভক্তগণ উপস্থিত হন।নবী দিবসের কর্মসূচি হিসেবে বিকেলবেলায় সম্প্রীতি মঞ্চে ইসলামিক কুইজ ও নাত-গজল প্রতিযোগিতার আয়োজন করা হয়। এখানে সমগ্র কর্মকান্ডের তত্বাবধানে রয়েছেন খুষ্টিগিরী দরগাহ শরীফের বর্তমান মোতাওয়াল্লী ও পীর হজরত সৈয়দ শাহ মোঃ হাফিজুর রহমান কেরমানী। সন্ধ্যাবেলায় কেরমানীয়া খানকায় পবিত্র মিলাদ-মাহফিল ও সম্প্রীতি সম্মেলনেরও আয়োজন করেন। সভায় বিশ্ব নবীর মহান আদর্শ, মানবতাবাদ ও সম্প্রীতির বিভিন্ন দিকগুলি সম্পর্কে আলোচিত হয়। তাঁর আদর্শে সকলকে অনুপ্রাণিত করা হবে। সকলকে ঐক্য-সম্প্রীতি বজায় রাখার আবেদন জানানো হয় সভা থেকে। পরিশেষে পীর সাহেব বিশ্ব প্রভুর কাছে বিশ্ব শান্তি কামনা তথা দোয়া করেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct