আপনজন ডেস্ক: সোশ্যাল মিডিয়ায় যে কোনো ধরনের ই-কমার্স লেনদেন নিষিদ্ধ করেছে ইন্দোনেশিয়া। আজ থেকেই সেদেশের বাণিজ্যমন্ত্রী এই ঘোষণা দিয়েছেন। আসলে সামাজিক যোগাযোগমাধ্যমে পণ্য বিক্রি বেড়ে যাওয়ায় ইন্দোনেশিয়ার সাধারণ ক্ষুদ্র ব্যবসায়ী ও বিপণিবিতানগুলো ক্ষতির মুখে পড়েছে বলে মনে করছে তারা।এ অবস্থায় অফলাইনের ব্যবসায়ীদের স্বার্থরক্ষা করার জন্য নতুন সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। দক্ষিণ এশিয়া বিশেষ করে ইন্দোনেশিয়ার বাজারকে টার্গেট করে অনলাইন ভিত্তিক বাজার সৃষ্টির জন্য চীনা সামাজিক মাধ্যম টিকটক বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দেওয়ার তিন মাস পর নতুন সিদ্ধান্তটি এসেছে। জানা গেছে, ইন্দোনেশিয়ায় প্রায় সাড়ে ১২ কোটি অ্যাকটিভ ইউজার রয়েছে টিকটকের। ইন্দোনেশিয়ায় বিপুল আয়ের লক্ষ্যমাত্রা ছিল এই মাধ্যমটির। ইন্দোনেশিয়ার বাণিজ্যমন্ত্রী জুলকিফলি হাসান বলেন, ‘গতকাল থেকে এই বাণিজ্য বিধি কার্যকর হয়েছে। সামাজিক মাধ্যমগুলো নতুন নিয়ম মেনে চলতে এক সপ্তাহ সময় পাবে।’তিনি জানান, ব্যবসায়িক প্রতিযোগিতায় সমতা আনতে নতুন আইন পাস করা হয়েছে। এই আইনে সামাজিক মাধ্যমগুলো সরাসরি বাণিজ্য করতে পারবে না, তবে পণ্যের প্রচারণা চালাতে পারবে। টিকটকের নাম উল্লেখ না করে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘সামাজিক মাধ্যমগুলো টিভি চ্যানেলের মতো বিজ্ঞাপন প্রচার করতে পারে। কিন্তু এখানে সরাসরি বাণিজ্য হওয়া উচিত নয়। তারা দোকান খুলতে পারে না, সরাসরি পণ্য বিক্রি করতে পারে না।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct