টপি লস্কর ও ওয়ারিশ লস্কর, মগরাহাট, আপনজন: বৃহস্পতিবার দুপুর বেলায় দক্ষিণ ২৪ পরগনা মগরাহাট ২ নম্বর ব্লকের হলুদ বেড়িয়া অঞ্চলের এনসি বাগ ইটভাটার কাছে এক গাড়ির ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু হয়, স্থানীয় সূত্রে জানা যায় ওই ভ্যান চালকটি গ্যাস আনার উদ্দেশ্যে হলুদবেড়ের দিক থেকে মগরাহাটের দিকে যাচ্ছিল ওই গাড়িটি মগরাহাট থেকে বারাসাত এর উদ্দেশ্যে যাচ্ছিল এক শিশুকে বাঁচাতে গিয়ে ওই ভ্যানচালকের সজোরে ধাক্কা মারে পাশাপাশি কয়েকজন গুরুতর আহত হয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে যায়। পথ চলতি মানুষেরা তাদেরকে প্রথমে মগরাহাট প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় । সেখানে মগরাহাট বীলেন্দ পুরের বাসিন্দা মনিরুল গাজী নামে এক ব্যক্তিকে ডাক্তার বাবুরা মৃত বলে ঘোষণা করেন, তিনি দুই সন্তানের বাবা ছিলেন। অপর দুজনকে প্রাথমিক চিকিৎসা করাতে হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনার তার পরিবারের পাশাপাশি মগরাহাটবাসীর মনে রেখাপাত করে যায়। শোকের ছায়া নেমে আসে। কারণ যে ভ্যানচালক মনিরুল গাজী ওরফে কালো দীর্ঘ দিন ধরে মগরাহাটের বুকে ভ্যান চালিয়ে জীবিকা করে আসছে।মগরাহাটের আপামর জনগণ তাকে হৃদয় দিয়ে ভালোবাসেন বলে অধিকাংশ মানুষেরা জানান। সকলের সঙ্গে ছিল তার সুমধুর সম্পর্ক, কি কারনেই এই দুর্ঘটনা তদন্ত শুরু করেছে মগরাহাট থানার পুলিশ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct