আপনজন ডেস্ক: ধর্ষণের শিকার রক্তাক্ত ও অর্ধনগ্ন ১২ বছরের এক শিশু। যন্ত্রণায় কাতরাতে কাতরাতে সাহায্যের জন্য সে ঘুরে বেড়িয়েছে দরজায় দরজায়। তাতেও তাকে কেউই সাহায্য করেননি। সবাই শুধু তার দিকে করুণার দৃষ্টিতে তাকিয়েছে। কিন্তু কেউই এগিয়ে আসেনি। এমনকি রাস্তায় চলতে থাকা এক লোকের কাছে সাহায্য চাইলে সেই লোক তাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছেন। পুরো ঘটনাটি ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়। জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে মধ্য প্রদেশের উজ্জয়নী জেলার বাদনগর এলাকা। ঘটনাস্থল উজ্জয়নী জেলা সদর থেকে মাত্র ১৫ কিলোমিটার দূরে অবস্থিত। পুলিশ জানিয়েছে, মানুষের দরজায় দরজায় সাহায্যের আশায় ঘুরে ব্যর্থ হয়ে ওই শিশু কোনোমতে একটি আশ্রমে পৌঁছায়। সে সময় তার গায়ে নামমাত্র এক টুকরো কাপড় জড়ানো ছিল। পরে সেখানকার পুরোহিত আশঙ্কা করেন, ওই বালিকা যৌন নির্যাতনের শিকার হয়েছে। পরে দ্রুত তাকে একটি তোয়ালে দিয়ে জড়িয়ে জেলা হাসপাতালে নিয়ে যান। অসুস্থতা গুরুতর হওয়ায় সেই শিশুকে দ্রুত ইন্দোরে নিয়ে যাওয়া হয়। ব্যাপক রক্তক্ষরণ হওয়া তাকে কয়েক ব্যাগ রক্ত দেওয়া হয়। স্থানীয় এক পুলিশ তাকে রক্ত দেন। তার অবস্থা বর্তমানে অনেকটাই স্থিতিশীল। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা দায়ের করেছে। শিশুদের যৌন অপরাধ থেকে কঠোর সুরক্ষা (পকসো) আইনেও অভিযোগ আনা হয়েছে। উজ্জয়নীর পুলিশপ্রধান জানিয়েছেন, ধর্ষণের ঘটনা কোথায় ঘটেছে তা এখনো জানা যায়নি। তবে তদন্ত চলছে, শিগগিরই হয়তো জানা যাবে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct