রাজু আনসারী, অরঙ্গাবাদ, আপনজন: মুর্শিদাবাদের ফরাক্কায় একসঙ্গে দুই জায়গায় ভয়াবহ ছিনতাই। বুধবার রাতে কাজ সেরে নিজের অফিস থেকে বাড়ি ফেরার পথে ৩৪নম্বর জাতীয় সড়কের কিছুটা দূরত্বে ফরাক্কার বল্লালপুরে ছিনতাই বাজদের কবলে পড়েন এক আইনজীবী, একই সঙ্গে ছিনতাই করা হয়েছে ফরাক্কার জয়রামপুরেও ছিনিয়ে নেয়া হয়েছে এটিএম কার্ড, প্রায় দশ হাজার টাকা সহ ভিবিন্ন সামগ্রী। বাইক চালক কে ধারালো অস্ত্র দিয়ে কপানো হয়। মেরে রক্তাক্ত করে দেয় ছিনতাই বাজরা। বুধবার রাতে ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় ফরাক্কা থানা এলাকায়। ছিনতাই বাজদের কবলে পড়ে আহত অবস্থায় আইনজীবী সহ আর একজন কে হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনা জানাজানি হতেই বৃহস্পতিবার সকাল থেকেই এলাকা জুড়ে ব্যাপক আতঙ্ক পরিলক্ষিত হয়।এমএইচ ৩৪ জাতীয় সড়কের কিছুটা দূরে গ্রামীন এলাকায় এই ভাবে ছিনতাই নিয়ে পুলিশি ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও ফরাক্কা থানার পুলিশ জানিয়েছে পুরো ঘটনার তদন্ত করা হচ্ছে। এই ধরনের ঘটনা এড়াতে রাতে এলাকায় বাড়তি নজরদারিও থাকবে ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct