আপনজন ডেস্ক: স্পেনের দক্ষিণাঞ্চলের একটি স্কুলে বৃহস্পতিবার ১৪ বছর বয়সী এক ছাত্র তিন শিক্ষক ও দুই শিক্ষার্থীকে ছুরিকাঘাত করেছে বলে পুলিশ জানিয়েছে। ওই ছাত্রকে সহপাঠীরা দ্রুত মেজাজের বলে বর্ণনা করেছে। পুলিশের মুখপাত্র আদ্রিয়ান ডোমিনগুয়েজ ঘটনাস্থলে সাংবাদিকদের বলেন, জেরেস দে লা ফ্রন্টেরার ওই স্কুলে ক্লাস শুরু হওয়ার পর পরই ওই ছাত্র একাধিকবার ছুরিকাঘাত করেছে বলে অভিযোগ করা হয়েছে। ডোমিনগুয়েজ বলেছেন, ‘পুলিশ সন্দেহভাজনকে তৃতীয় তলায় শনাক্ত করেছে।
তার কাছে থাকা দুটি ছুরি তিন শিক্ষক ও দুই শিক্ষার্থীকে আক্রমণ করতে ব্যবহৃত হয়েছিল।’ সন্দেহভাজনকে থানায় নিয়ে যাওয়া হয়েছে বলেও জানান তিনি। বেশ কয়েকজন শিক্ষার্থী স্প্যানিশ গণমাধ্যমকে বলেছে, ছুরিকাঘাত করা ছেলেটি প্রায়ই মারামারি করত এবং দ্রুত রেগে যেত। স্প্যানিশ টিভিতে প্রচারিত ফুটেজে দেখা যায়, ছুরিকাঘাতের কথা শুনে অভিভাবকরা স্কুলে ছুটে গেছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct