আপনজন ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার চেচেন নেতা রমজান কাদরুফের সঙ্গে বৈঠক করেছেন বলে রাষ্ট্রীয় টেলিভিশনের এক প্রতিবেদক জানিয়েছেন। এর তিন দিন আগে কাদরুফ বলেছিলেন, কোরআন পোড়ানোর দায়ে এক বন্দিকে তার ১৫ বছরের ছেলে মারধর করায় তিনি গর্বিত।
টিভি প্রতিবেদক পাভেল জারুবিনের পোস্ট করা একটি ছোট ভিডিও ক্লিপে দেখা যায়, দুই নেতা কথা বলছেন। তবে সেখানে ক্রেমলিনপন্থী কিছু কট্টরপন্থীর নিন্দা করা মারধরের ঘটনাটির কোনো উল্লেখ ছিল না।
পুতিন বলেছেন, চেচনিয়া ‘ইতিবাচক গতিশীল’। তিনি মূলত কাদরুফ ও তার দলকে ধন্যবাদ জানান। সেই সঙ্গে চেচেন নেতাকে একটি ফাইল থেকে কিছু কাগজপত্র তুলে দিতে দেখা গেছে। কাদরুফ একটি ভিডিও পোস্ট করেছিলেন, যেখানে তার ছেলে চেয়ারে বসে থাকা বন্দিকে ঘুষি ও লাথি মারতে দেখা গেছে। চেচেন নেতা বলেছেন, তিনি তার ছেলের জন্য গর্বিত।
৪৬ বছর বয়সী কাদরুফের স্বাস্থ্য নিয়ে তীব্র জল্পনা-কল্পনা রয়েছে। তিনি মারা গেছেন বা কোমায় আছেন বলে চলতি মাসে গুজব ছড়িয়েছিল। পরে গত সপ্তাহে তিনি টেলিগ্রামে একটি পোস্ট করে জানান, তিনি ভালো আছেন।
অসুস্থ চাচাকে দেখতে তিনি মস্কোর হাসপাতালে ভ্রমণ করেছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct